Friday, August 22, 2025

বকেয়া না পেলে কলকাতা লিগে নেই মোহনবাগান, বললেন বাগান সচিব

Date:

আইএফএ (IFA) থেকে ক্লাবের বকেয়া প্রায় ৬০ লক্ষ টাকা। ৩০ আগাস্টের মধ্যে সেই বকেয়া না মেটানো হলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান (Mohunbagan)। সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তীকরণের ঠিক আগে ২০১৮ সাল পর্যন্ত এই বিপুল টাকা বকেয়া রয়েছে আইএফএ-র কাছে। ভেন্ডরদের পাওনা রয়েছে কয়েক লক্ষ টাকা। দুই ভেন্ডরকে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন মোহনবাগান সচিব। সেখানেই আইএফএ-কে বকেয়া মেটানোর জন্য চূড়ান্ত সময়সীমা দেন সচিব।

এই নিয়ে দেবাশিস দত্ত বলেন, ‘‘মোহনবাগান দিবসে এবং বিভিন্ন অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রকাশ্যেই মোহনবাগানকে কলকাতা লিগে খেলার অনুরোধ করছিলেন। সেই প্রেক্ষিতেই ক্লাবের অবস্থান স্পষ্ট করে দিতে চাই। ১২ মে তৎকালীন আইএএফ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে প্রথম চিঠি দিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে আলোচনা করে বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছিলেন। এর পর ২০ জুন অনির্বাণ দত্ত আইএফএ-র নতুন সচিব হয়ে আসার পর তাঁকে একাধিক বার চিঠি (২১ জুন, ১৯ জুলাই) দেওয়া হয়েছে। কিন্তু স্পষ্ট উত্তর পাইনি। ২০ জুলাই আইএফএ আমাদের একটি চিঠি দিয়ে জানায়, তারা কিস্তিতে বকেয়া মেটাতে চায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম কিস্তির টাকা মেটাবে। কিন্তু কত টাকা দেবে, ক’টা কিস্তিতে বকেয়া মেটাবে তা চিঠিতে উল্লেখ না থাকায় আমরা জানতে চাই। তারও উত্তর পাইনি। এমনকি ১৩ অগাস্ট ক্রীড়ামন্ত্রী একটি বৈঠকে আইএফএ সচিবকে অনুরোধ করেছিলেন আমাদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর জন্য। তার পরেও কিছু হয়নি। আমরা ৩০ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আইএফএ কোনও পদক্ষেপ না করলে মোহনবাগান এবারের কলকাতা লিগে খেলবে না।’’

আইএফএ সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে অনির্বাণ বলেন, ‘‘আমাদের হাতে স্পনসর না থাকায় কত টাকা মেটানো হবে, তা উল্লেখ করিনি। তবে আগামী কয়েক দিনের মধ্যে মোহনবাগানের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর ব্যাপারে আশাবাদী আমরা।’’

এদিকে দ্রুত এআইএফএফ-এর ব্যান উঠে যাবে বলে দাবি মোহনবাগান সচিব দেবাশিস দত্তের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান সচিব বলেন, ”আমরা এএফসি কাপে খেলছি। শুধু তাই নয়, ৭ সেপ্টেম্বরের ম্যাচও জিতব।”

আরও পড়ুন:মরশুমের প্রথম ম‍্যাচে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version