Wednesday, August 27, 2025

পঞ্চায়েতেও তৃণমূলকে হারাতে পারবে না বিজেপি! জোরালো দাবি দিলীপ ঘোষের

Date:

“কারও হিম্মত থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক…”, বক্তা কোনও তৃণমূল নেতা নয়, সম্প্রতি জোর গলায় এমনই দাবি করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার বাংলার পঞ্চায়েত নির্বাচনেও শাসক দল তৃণমূলের পাল্লাভারি বলে দাবি করলেন দিলীপ। তবে পঞ্চায়েতে তৃণমূলের জয় আসবে পেশিশক্তি প্রয়োগ করে।

আরও পড়ুন: অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, চিঠির “প্রেরক” আদালত কর্মী!

দিলীপ ঘোষের কথায়, ভোট লুঠের গণতন্ত্র চলছে রাজ্যজুড়ে। তাই এবারের পঞ্চায়েত ভোটেও তাই হবে। যদি দিলীপ ঘোষের বক্তব্যকে তর্কের খাতিরে সঠিক ধরে নেওয়া হয়, সেক্ষেত্রেও তো প্ৰশ্ন উঠবে বিজেপির দিকে। তাহলে কি বিজেপির লাফালাফি সার, এখনও বুথস্তরে সংগঠন গড়ে ওঠেনি, যেখানে নূন্যতম প্রতিহতি করা যায়? দিলীপের বক্তব্যের পরই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

এদিন পুজোয় ক্লাবগুলোকে অনুদান দেওয়ার প্রসঙ্গেও ফের রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন দিলীপ। তাঁর দাবি, “একটিও পুজো কমিটি টাকা চায়নি। উনি (মুখ্যমন্ত্রী) যেচে দান খয়রাত করছেন। তাই জনস্বার্থ মামলা হয়েছে। ঠিক হয়েছে।”

দিলীপ ঘোষকে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল বিধায়ক মদন মিত্র। দিলীপ ঘোষ পুজোর অনুদান নিয়ে আগেও মন্তব্য করেছিলেন। তার প্রতিক্রিয়ায় মদন মিত্র বলেছিলেন, “বেশ করা হয়েছে অনুদান দেওয়া হচ্ছে। পরের বছরগুলোতে আরও বেশি বেশি ক্লাবকে অনুদান দেওয়া হবে।” আর দিলীপকে খোঁচা মেরে মদন বলেন, “আগে বলা হতো আলো মানে ফিলিপ আর পাগল মানে দিলীপ। কিন্তু এখন ওনাকে দেখে আমার মন খারাপ হয়ে যায়। দলের মধ্যে একঘরে। তবে স্বপ্নে এলে ওকে সুস্থ হওয়ার ওষুধ বলে দেবো।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version