Friday, May 23, 2025

নাড্ডা-রাজনাথ-রূপা সহ ২৪ জনের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

রাজ্যস্তরে নেতাদের সম্পত্তিবৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এবার সেই তীর ঘুরে গেল কেন্দ্রীয় স্তরের নেতাদের দিকে। বিজেপির জাতীয় স্তরের ২৪ জন নেতা-নেত্রীর সম্পত্তি বৃদ্ধির ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে(High Court)। নয়া মামলায় বাংলার বিরোধী নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় স্তরের নেতা জেপি নড্ডা(JP Nadda), কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধানের নাম যুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্য স্তরে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly) ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর(Sujan Chakrabarti) নামও যুক্ত করা হয়েছে।

হাইকোর্টে দায়ের মামলায় এই সকল নেতা নেত্রীর সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে আবেদন জানানো হয়েছে, হিসেব না মিললে যেন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। প্রসঙ্গত, বাংলার রাজনৈতিক নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত প্রথমে ১৯ জন তৃণমূল নেতা-নেত্রী এবং তার পরে ১৫ জন বিরোধী এবং দু’জন তৃণমূল সাংসদের সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আর্জি জানানো হয় হাইকোর্টে। এর ঠিক পর এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ২৪ জন নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। এদিন এই মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

উল্লেখ্য, যে ২৪ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে এই মামলা দায়ের হল তাঁরা হলেন, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডা, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার ও সুজন চক্রবর্তী।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...