Thursday, November 13, 2025

নাড্ডা-রাজনাথ-রূপা সহ ২৪ জনের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

রাজ্যস্তরে নেতাদের সম্পত্তিবৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এবার সেই তীর ঘুরে গেল কেন্দ্রীয় স্তরের নেতাদের দিকে। বিজেপির জাতীয় স্তরের ২৪ জন নেতা-নেত্রীর সম্পত্তি বৃদ্ধির ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে(High Court)। নয়া মামলায় বাংলার বিরোধী নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় স্তরের নেতা জেপি নড্ডা(JP Nadda), কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধানের নাম যুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্য স্তরে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly) ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর(Sujan Chakrabarti) নামও যুক্ত করা হয়েছে।

হাইকোর্টে দায়ের মামলায় এই সকল নেতা নেত্রীর সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে আবেদন জানানো হয়েছে, হিসেব না মিললে যেন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। প্রসঙ্গত, বাংলার রাজনৈতিক নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত প্রথমে ১৯ জন তৃণমূল নেতা-নেত্রী এবং তার পরে ১৫ জন বিরোধী এবং দু’জন তৃণমূল সাংসদের সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আর্জি জানানো হয় হাইকোর্টে। এর ঠিক পর এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ২৪ জন নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। এদিন এই মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

উল্লেখ্য, যে ২৪ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে এই মামলা দায়ের হল তাঁরা হলেন, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডা, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার ও সুজন চক্রবর্তী।

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...