Wednesday, December 3, 2025

রাহুল গান্ধীকে দুষে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ

Date:

Share post:

কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। শুক্রবার পদত্যাগ পত্রে রাহুল গান্ধীকে তোপ দেগে তিনি বলেন, “রাহুল সমস্ত বর্ষীয়ান নেতাদের অপমান করেছেন।”তাঁর পদত্যাগে বড় ধাক্কা খেল কংগ্রেস।

এদিন পাঁচ পাতার একটি পদত্যাগপত্র দিয়েছেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’ আর এই সবের পেছনে রাহুল গান্ধীকেই নিশানা করেন তিনি। পদত্যাগপত্রে তিনি লেখেন,’ রাহুল গান্ধীর ব্যবহার নিতান্তই শিশুসুলভ, তিনি একজন অপরিণত রাজনীতিবিদ।’

শুধুমাত্র এখানেই থেমে থাকেননি।আজাদের দাবি, রাহুল সহ-সভাপতি হওয়ার পর দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে। যে বর্ষীয়ান নেতাদের পরামর্শে ইউপিএ সরকার সফল হয়েছিল, সেই বর্ষীয়ানদেরই উপেক্ষা করেছেন রাহুল।বদলে অনভিজ্ঞ ধান্দাবাজরা দল চালাচ্ছেন।

চিঠিতে তিনি আরও দাবি করেছেন, “২০১৪ সালের পর রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দুটি লোকসভা নির্বাচনে যেভাবে হেরেছে তা অত্যন্ত লজ্জাজনক। ৪৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৩৯টি হেরেছে। এর মধ্যে কংগ্রেস নিজের মাত্র ৪টি রাজ্যের বিধানসভা ভোটে জিতেছে। আর ৬ বার জোটসঙ্গীদের সঙ্গে ক্ষমতায় এসেছে। দুঃখজনকভাবে আজ কংগ্রেস মাত্র দুটি রাজ্যে ক্ষমতায়। আর দুটি রাজ্যে শাসক জোটের প্রান্তিক শক্তি।” তাঁর মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে দলের অবস্থা আরও খারাপ হয়েছে। চিঠির শেষে তিনি সাফ বলে দিয়েছেন, “নেতৃত্বের দোষে কংগ্রেস এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছে, যে সেখান থেকে আর ফেরা সম্ভব নয়। ঠিক যে মডেলে ইউপিএ-২ সরকার ভেঙে পড়েছিল, দলের অন্দরেও এখন সেই পদ্ধতি চলছে।”

দীর্ঘদিন ধরেই দলের ব্যাপারে কোনও মন্তব্য করেননি গুলাম নবি আজাদ। তবে এদিনের পদত্যাগপত্রে কংগ্রেসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেছেন। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গও উল্লেখ করেছেন গুলাম। তবে তাঁর এই  বিস্ফোরক ইস্তফাপত্র স্বাভাবিকভাবেই আগামীদিনে রাজনীতিমহলে যে চর্চার বিষয় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

spot_img

Related articles

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...