উরিতে খতম ৩ পাক জঙ্গি, অনুপ্রবেশের ভিডিও সামনে আনল ভারতীয় সেনা

প্রতীকী ছবি

অবৈধভাবে সীমান্ত (LOC) পেরিয়ে ভারতে ঢুকে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল ৩ পাক জঙ্গি। তবে পড়শি দেশের অনুপ্রবেশের সমস্ত ছক বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় (Special Surveillance Camera) ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরনোর দৃশ্য। আর তারপরই জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। গুলির লড়াইয়ে খতম হয় ৩ জঙ্গি। আর রুদ্ধশ্বাস সেই মুহূর্তের ভিডিও (Video) সামনে আনল ভারতীয় সেনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দৃশ্যমানতা কম থাকার সুযোগে অবৈধভাবে উরি সংলগ্ন এলাকায় (Uri Sector) ঢোকার চেষ্টা করে ওই ৩ পাক জঙ্গি। কিন্তু প্রযুক্তিকে (Technology) কাজে লাগিয়ে তাদের গতিবিধি আঁচ করে জওয়ানরা (Jawan)। এরপরই গুলির লড়াইয়ে প্রাণ যায় পাক ৩ জঙ্গির।

মৃত পাক জঙ্গিদের থেকে ২টি একে ৪৭ রাইফেল, একটি চিনা এম ১৬ রাইফেল সহ একাধিক যুদ্ধসামগ্রী বাজেয়াপ্ত করেছে সেনা জওয়ানরা। এদিকে জঙ্গিদের খতম করার পর সাংবাদিক বৈঠক করেন সেনা কর্তারা। উচ্চপদস্থ আধিকারিকরা জানান, তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের মৃতদেহ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা বুঝতে ওই এলাকায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে। আমাদের ধারণা, ভারতে অনুপ্রবেশ করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল ওই জঙ্গিরা। তাদের শারীরিক গঠন দেখে মনে হচ্ছে, সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিয়েছে তারা।

শ্রীনগরের সেনার জনসংযোগ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় ওত পেতে বসেছিলেন জওয়ানরা। জঙ্গিরা ভারত সীমান্তে পা দেওয়া মাত্রই তাদের আত্মসমর্পণ (Surrender) করতে বলা হয়। এর মধ্যেই আচমকা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কয়েক ঘণ্টা চলে গুলির লড়াই। তবে জঙ্গিরা যাতে কোনও অবস্থাতেই পাক অধিকৃত কাশ্মীরে ফিরতে না পারে তার জন্য পিছন থেকে তাদের ঘিরে ফেলে সেনা জওয়ানরা। শেষ পর্যন্ত পাল্টা গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ পাক জঙ্গির।

আরও পড়ুন:কলকাতা পুলিশের সাফল্য: চিকিৎসকের লক্ষ লক্ষ টাকা জালিয়াতি অনলাইনে, টাকা সহ পাকড়াও তিন অভিযুক্ত