Friday, August 22, 2025

বিজেপি নেতাদের সম্পত্তি বেড়েছে কত গুণ? ‘পর্দা ফাঁস’ করবে ‘আহিম’

Date:

তৃণমূল নেতাদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে মিডিয়া তোলপাড়। কিন্তু বিজেপি (BJP) নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কোথায়? এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের শাসকদলকে নিশানা করল ফরওয়ার্ড ব্লক (Forward Block) থেকে বেরিয়ে আসা নেতাদের সংগঠন ‘আজাদ হিন্দ মঞ্চ’ (Azad Hind Manch) বা ‘আহিম’। সংগঠন সূত্রে খবর, ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্তের তথ্য তুলে কলকাতায় (Kolkata) একটি প্রদর্শনী করা হবে। তবে, তাতে শাসকদলের নেতাদের সম্পত্তি বৃদ্ধির হিসেব থাকবে বলে দাবি আহিমের।

বিজেপির নেতাদের সম্পত্তি গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে সেই হিসেব তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। এর নাম দেওয়া হয়েছে ‘পর্দা ফাঁস’। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই এখানে প্রকাশ করা হবে। সংগঠনের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) কথায়, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপির নেতাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এখানে শুধুমাত্র তৃণমূল নেতাদের সম্পদ বৃদ্ধি প্রচার পাচ্ছে। আর সেটা দেখিয়ে বিজেপি নেতৃত্ব বড় বড় কথা বলছেন। রাজনীতিতে জল ঘোলা করছেন। কিন্তু গেরুয়া শিবিরের নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কে রাখছে?

ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসেব দিতে হয়। কয়েক বছর আগে কমিশনকে দেওয়া তথ্যের সঙ্গে পরে দেওয়া সম্পত্তির হিসেব মিলিয়ে তথ্য তুলে ধরবে সংগঠন। এতদিন শুধু রাজ্যের শাসকদলের নেতাদের সম্পত্তি নিয়ে রাজনীতি করেছে বিরোধীরা। এবার কেন্দ্রের শাসকদল বিজেপি নেতাদের সম্পত্তির হিসেবের পর্দা ফাঁস করে সত্য প্রকাশ্যে আনতে চাইছে আহিম।

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version