Sunday, November 16, 2025

বিজেপি নেতাদের সম্পত্তি বেড়েছে কত গুণ? ‘পর্দা ফাঁস’ করবে ‘আহিম’

Date:

তৃণমূল নেতাদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে মিডিয়া তোলপাড়। কিন্তু বিজেপি (BJP) নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কোথায়? এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের শাসকদলকে নিশানা করল ফরওয়ার্ড ব্লক (Forward Block) থেকে বেরিয়ে আসা নেতাদের সংগঠন ‘আজাদ হিন্দ মঞ্চ’ (Azad Hind Manch) বা ‘আহিম’। সংগঠন সূত্রে খবর, ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্তের তথ্য তুলে কলকাতায় (Kolkata) একটি প্রদর্শনী করা হবে। তবে, তাতে শাসকদলের নেতাদের সম্পত্তি বৃদ্ধির হিসেব থাকবে বলে দাবি আহিমের।

বিজেপির নেতাদের সম্পত্তি গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে সেই হিসেব তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। এর নাম দেওয়া হয়েছে ‘পর্দা ফাঁস’। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই এখানে প্রকাশ করা হবে। সংগঠনের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) কথায়, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপির নেতাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এখানে শুধুমাত্র তৃণমূল নেতাদের সম্পদ বৃদ্ধি প্রচার পাচ্ছে। আর সেটা দেখিয়ে বিজেপি নেতৃত্ব বড় বড় কথা বলছেন। রাজনীতিতে জল ঘোলা করছেন। কিন্তু গেরুয়া শিবিরের নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কে রাখছে?

ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসেব দিতে হয়। কয়েক বছর আগে কমিশনকে দেওয়া তথ্যের সঙ্গে পরে দেওয়া সম্পত্তির হিসেব মিলিয়ে তথ্য তুলে ধরবে সংগঠন। এতদিন শুধু রাজ্যের শাসকদলের নেতাদের সম্পত্তি নিয়ে রাজনীতি করেছে বিরোধীরা। এবার কেন্দ্রের শাসকদল বিজেপি নেতাদের সম্পত্তির হিসেবের পর্দা ফাঁস করে সত্য প্রকাশ্যে আনতে চাইছে আহিম।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version