Saturday, May 3, 2025

Noida: নয় সেকেন্ডেই গুঁড়িয়ে যাবে নয়ডার টুইন টাওয়ার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Date:

গগনচুম্বী যমজ অট্টালিকা (Noida’s twin towers) নিমিষেই মিশে যাবে মাটিতে। সেই মাহেন্দ্রক্ষণের আগে চূড়ান্ত তৎপরতা বাসিন্দাদের (residents) মধ্যে। কেউ বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে থাকবেন বলে ঠিক করেছেন, কেউ বা হোটেলে। কেউ আবার দু-তিন দিনের জন্য ছোটখাটো ট্যুর সেরে ফেলার প্ল্যানিং করে ফেলেছেন।

আর কিছুক্ষণের মধ্যেই কুতুব মিনারের থেকেও আরও বেশি উচ্চতার যমজ অট্টালিকার অবসান ঘটতে চলেছে। একটির নাম অ্যাপেক্স (Apex) ,অন্যটির নাম সিয়ানে (Siyane) । প্রথমটির উচ্চতা প্রায় ১০০ মিটার, দ্বিতীয়টির ৯৭ মিটার। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গুঁড়িয়ে যাবে এই দুই অট্টালিকা। প্রশাসনের তরফে বলা হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক (Explosives) ব্যবহার করে এই টুইন টাওয়ার ভাঙ্গার কাজ শুরু হবে। সেক্ষেত্রে বিস্ফোরণের সময় আশপাশের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এর জন্য পাঁচ হাজারেরও বেশি বাসিন্দাকে রবিবার সকাল সাতটা থেকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলার কাজ শুরু হয়। বাসিন্দাদের পোষ্যদের এবং বহুতলের পার্কিং লটে থাকা গাড়িও স্থানান্তরকরণের কাজ চলছে।

রবিবার দেশের এই উঁচু বাড়ি ভাঙার জন্য স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর দুই টাওয়ারের মধ্যে যে নূন্যতম দূরত্ব বজায় রাখা দরকার সেই বিধি মানা হয়নি। নয়ডা প্রশাসন সূত্রে খবর, রবিবার টুইন টাওয়ার ধ্বংসের দিন প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ রাখা হবে দ্য নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। দু’দিনের জন্য আশপাশের টাওয়ারগুলি থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে এই টাওয়ার তৈরির পর সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে দুটি বহুতলই। টাওয়ার দুটি ভাঙা হলে ৮০ হাজার টন ধ্বংসাবশেষ বেরবে বলে মনে করা হচ্ছে। টুইন টাওয়ারের একটি ৩২ তলা, অন্যটি ২৯ তলার। ওই দুটি ভাঙতে ৩৭০০ টন বিস্ফোরক লাগবে বলে সূত্রের খবর।

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version