Saturday, November 15, 2025

আমরা চোর, ওরা সাধু! মেয়ো রোডের সমাবেশে বিরোধীদের ধুয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো

Date:

তৃণমূলের দুই নেতা গ্রেফতারের পর থেকেই শাসকদলকে নিশানা করছে বিরোধীরা। সোমবার, মেয়ো রোডে TMCP-র সমাবেশ থেকে বিরোধীদের ধুয়ে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিল বিজেপি (BJP)। তবে, বাম কংগ্রেসকেও তুলোধনা করেন মমতা। ধৃত দলীয় নেতাদের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। কিন্তু এসব কী চলছে? ববি চোর, অভিষেক চোর, মমতা চোর? আমরা সবাই চোর! আর বিজেপির সবাই সাধু?” তৃণমূল সুপ্রিমো বলেন, ”আজ অভিষেক এখানে বক্তব্য রাখল, আগামিকালই ওকে নোটিশ ধরাতে পারে সিবিআই।” কেন্দ্রীয় এজেন্সর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ”ওর বাচ্চাটাকেও রেওয়াত করা হবে না”।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ মামলাকারীর। কীভাবে সম্পত্তির পরিমাণ এত বাড়ল তা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছে। সেই প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আজকে আমাকে একজন বলছে আপনার অনেক সম্পত্তি বেড়েছে সঙ্গে আপনার পরিবারেরও।“ এরপরেই, নিজের আয়ের খতিয়ান দেন তৃণমূল সুপ্রিমো। “আমি এক পয়সাও নিই না। আমি যা টাকা পেতাম একটাও টাকা নিইনি। আমি ১ লক্ষ টাকা করে পেনশন ১২ বছর ধরে নিই না, হিসেব করে দেখুন কত টাকা হয়! ৯১ সালের পর থেকে আমি কখনও এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি।“ নিজের লেখা প্রসঙ্গে বলেন, “আমার বই লেখা নিয়েও অসভ্যতামি চালাচ্ছে। বইমেলায় গিয়ে দেখো কার বই বেস্ট সেলার? ১০০০ কবিতার বই লিখে দেখান। আমি রাজনীতিতে এসেছিলাম সমাজসেবা করব বলে” একই সঙ্গে তিনি জানান, ”ওগুলো কি আমার সম্পত্তি? আমরা সবাই আলাদা আলাদা পরিবার। মায়ের দায়িত্ব ছিল আমার। সকলের পরবর্তী প্রজন্ম হয়েছে, তারা উপার্জন করেছে। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে। আমি বলি, এই মামলা ইন্টারন্যাশনাল আদালতে হোক।”

বাম জমানায় নিযোগ দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, বাম জমানায় অনেকের পয়সা নিয়ে শিক্ষকতার চাকরি দেওয়া হয়েছে। কিন্তু সেই ফাইল-আলমারি সব পুড়িয়ে দেওয়া হয়েছে- অভিযোগ মমতা। সিপিআইএম (CPIM) ৩৪ বছর তছনছ করেছ, বিজেপি কী করেছ? শুধু ধার আর ধার সবকিছুতেই জিএসটি চাপাচ্ছ- তোপ দাগেন মমতা। তৃণমূল আমলে কত চাকরি হয়েছে তার খতিয়ানও তুলে ধরেন তিনি। ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ পদে শিক্ষক শিক্ষিকাদের চাকরি দেওয়া হয়েছে। দেড় কোটি ছেলেমেয়েকে চাকরি দেওয়া হয়েছে। দেশে ৪০ শতাংশ বেকারত্ব বাড়লেও বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। দেউচা পাচামি-সহ হাজার প্রকল্পে আরও কর্ম সংস্থান হবে। “১০০ দিনের কাজে আমরা এক নম্বর বলে টাকা দেওয়া হচ্ছে না। এটা আমরা নয়, ভারত সরকারই বলেছে। সবকিছুতে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে“।

এদিন মমতার বক্তব্যে উঠে আসে ইন্দিরা গান্ধী-রাজীব গান্ধী প্রসঙ্গও। তৃণমূল সুপ্রিমো বলেন, রাজীব, ইন্দিরাদেরও অনেক সমর্থক ছিল কিন্তু তাঁদেরও এক সময় হারতে হয়েছে। ফের মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-এ বিজেপি থাকবে না। কটাক্ষ করে মমতা বলেন, “আমাদের আজ গালি দিচ্ছ, কাল তোমরা বিদায় নেওয়ার পর আমরা তালি দেব।“

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...
Exit mobile version