বাগদার ঘটনার তীব্র নিন্দা: BSF-এর বিরুদ্ধে তোপ মমতার, ৭২ ঘণ্টার ধর্না কর্মসূচির ঘোষণা

বাগদার সীমান্তে পাঁচ বছরে শিশুকন্যার সামনে বধূকে গণধ*র্ষণ করে বিএসএফ জওয়ানরা। এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা শুধু মেয়েদের কথা বলে কিন্তু দেখুন বর্তমান অবস্থা ঠিক কী!”

বাগদার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মা-বোনেদের সম্মান নষ্ট করছে বিএসএফ (BSF)। মুখ্যমন্ত্রী সীমান্তের দায়িত্ব কেন্দ্রের। ওই এলাকা বিএসএফ-এর আওতাধীন। আর সেখানেই মহিলারদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে। এই বিষয় বলতে গিয়ে বিলকিস বানুর প্রসঙ্গও উল্লেখ করেন মমতা। বিলকিস বানু মামলায় অপরাধীদের মুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে ৭২ ঘণ্টা ধর্না করবে তৃণমূল- ঘোষণা মমতার। তিনি বলেন, মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা ওই ধর্না আন্দোলন করবেন।

Previous articleপ্রেমের প্রস্তাব ফিরিয়ে ভয়ঙ্কর পরিণতি কিশোরীর, ঝাড়খণ্ডের দুমকায় জারি ১৪৪ ধারা
Next articleকংগ্রেসের পতনের কারণ ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান, ফের আজাদ তোপে বিদ্ধ রাহুল