Friday, November 14, 2025

মিডিয়া ট্রায়াল চলছে, টিভির কথা শুনে সিদ্ধান্ত বদলাবেন না: ফের সরব মমতা

Date:

মেয়ো রোডে TMCP-র সমাবেশ থেকে সোমবার মিডিয়া ট্রায়াল নিয়ে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষক দুর্নীতির মমলা নিয়ে প্রথমে সরব হন তিনি। বলেন, “এখনও বিচার হয়নি, মিডিয়া (Media) ট্রায়াল চলছে”।

সভামঞ্চ থেকে বিজেপিকে (BJP) নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ওদের কিছু করার ক্ষমতা নেই। মিডিয়াকে বিজেপি যা বলবে ওরা তাই করবে। পেগাসাস করে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে গিয়ে কোথাও ভুল হলে সেটা সংশোধন করে নেওয়া যেতে পারে। নতুন করে সবকিছু করে দেওয়া হয়েছে। সব মিডিয়া কিনে নিয়েছে। “টিভির কথা শুনে নিজেদের সিদ্ধান্ত বদলাবেন না, ওদের সবাইকে কিনে নিয়েছে বিজেপি। ওরা যা শিখিয়ে দেবে তাই বলতে হবে।”

মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা শুধু নেই নেই করে না না বলে বেড়ায়। কুৎসা রটিয়ে বেড়ায়, চক্রান্ত করে বেড়ায়, তাদের বলি আপনাদের একটা রাজ্যের সঙ্গে আপনাদের একটা রাজ্যের তুলনা হোক”। এরপরেই তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। বলেন, ”আগে কখনও কেউ এসব ভাবতে পেরেছেন? স্টুডেন্টস কার্ড দিচ্ছি, কোথাও এমন দেখাতে পারবেন?” বিজেপি শুধু টাকা দেখায়, সব মিডিয়াকে কিনে ব্যবহার করছে- তোপ দাগেন মমতা।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version