Thursday, December 25, 2025

সৎ বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

রীতিমত হুমকি দিয়ে লাগাতার নাবালিকা মেয়েকে ধর্ষণ। এই অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করল পুলিশ। কালনা থানায় অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় ধর্ষণের মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন:শুভেন্দুর শহরে সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও জয়জয়কার তৃণমূলের

পুলিশ সূত্রের খবর, কালনার বাগনাপাড়া এলাকায় পনেরো বছরের ওই নাবালিকাকে তার মায়ের অনুপস্থিতিতে  প্রাণের হুমকি দিয়ে ধর্ষণ করত সৎ বাবা। গত শুক্রবার ঘটনাটি জানাজানি হতেই শনিবার নাবালিকার মা কালনা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মুর্শিদাবাদে।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির মুর্শিদাবাদের বাড়িতে আগের পক্ষের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। সে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজের জন্য যেত। অন্যদিকে এই নাবালিকার মা-ও কলকাতার বড়বাজারে মাঝেমধ্যেই কাজে যেতেন। এই যাতায়াতের সূ্ত্র ধরে গত তিন বছর আগে ওই ব্যক্তির সঙ্গে নাবালিকার মায়ের একটি সম্পর্ক তৈরি হয় । সম্পর্কের গভীরতা বাড়তেই নাবালিকার মাকে বিয়ের প্রস্তাব দেয় ওই ব্যক্তি। আগের পক্ষের স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানান ওই নাবালিকার মা।

ধৃতের সঙ্গে গত ছ’মাস আগে থেকে কালনা থানার বাগদাপাড়া এলাকায় একটি ঘরভাড়া করে নাবালিকা মেয়েকে নিয়ে থাকতে শুরু করে। তারপর থেকেই সৎ বাবার লালসার শিকার হয় নাবালিকা। কিন্তু ঘটনা সামনে আসতেই মেয়ের পাশে দাঁড়ায় মা। এরপর সৎ বাবার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। তারপরই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

spot_img

Related articles

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...