Monday, August 25, 2025

বাংলায় তৃণমূলের যে সংখ্যক ছাত্র রয়েছে, বিজেপির তত কর্মী নেই: অরূপ

Date:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তারুণ্যের জয়গান গাইলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর কথায়, ছাত্ররাই আগামিদিনে দেশ চালাবে, রাজ্য চালাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে।

এদিন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে অরূপ বিশ্বাস শুরুতেই বলেন, “এই প্রচণ্ড রোদ-গরম উপেক্ষা করে কাতারে কাতারে যেভাবে ছাত্ররা হাজির হয়েছে, আমি তাদের স্যালুট জানাই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক। তাই বলবো যারা আজকে বলছে তৃণমূল থাকবে না, সেই অপদার্থদের এখানে এসে দেখে যেতে বলবো, সারা বাংলায় তৃণমূলের শুধু যে সংখ্যক ছাত্র রয়েছে, বিজেপির তত কর্মী নেই। কারণ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, আস্থা রাখে, ভরসা করে। বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন।আমরা ছোট থেকে ছাত্র রাজনীতি করে, যুব করে, মাদার করে তৃণমূলের কর্মী হয়েছি। তাই ছাত্র সমাজকে বলবো, আপনারাও স্তরে স্তরে রাজনীতি করে কঠিন সময়ের মধ্যেও দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বাস রাখি।”

এদিন বিজেপিকে একহাত নিয়ে অরূপ বলেন, “একজন মানুষ খারাপ লোক খুঁজে বেড়াচ্ছে। কাউকে খুঁজে পাচ্ছে না। যখন নিজের দিকে তাকালো, তখন দেখলো সে নিজে সবচেয়ে খারাপ। বিজেপির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তৃণমূলের সবাইকে খারাপ বলছে, আর ওদের সবাই সাধু?”

এরপর ছাত্র সমাজের উদ্দেশ্যে অরূপের বার্তা, “বিজেপি দেশজুড়ে বিভাজনের রাজনীতি করছে। দ্রব্যমূল্যর বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। জনবিরোধী এই দলের বিরুদ্ধে ছাত্রদেরই রুখে দাঁড়াতে হবে। লড়াই সংগ্রাম করতে হবে।বাংলার জন্য লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়তে হবে। অভিষেকের জন্য লড়তে হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়তে হবে। ছাত্ররাই ভবিষ্যত। এই বাংলার জন্য, দেশের জন্য, মানুষের জন্য লড়াই করতে হবে। এখানে যারা এসেছো তারাই আগামিদিনে রাজ্য চালাবে, দেশ চালাবে।”

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version