Thursday, November 13, 2025

DA-র দাবিতে কর্মবিরতি সরকারি কর্মীদের, শুনানি জারি রাখতে নিজেই উদ্যোগী প্রধান বিচারপতি

Date:

দিন কয়েক আগেই বকেয়া DA মেটানোর দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল একাধিক সরকারি কর্মচারি সংগঠন।ঘোষিত এই কর্মসূচিতে হাইকোর্টের কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেজন্য আগে থেকেই সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বকেয়া DA অবিলম্বে মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য সরকারি কর্মচারীরা।মহার্ঘভাতা যাতে দ্রুত মেটানো হয় সেই দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারি সংগঠন। সেই অনুযায়ী বকেয়া DA মেটানোর দাবিতে হাইকোর্টের (Calcutta High Court) কর্মীরা বেলা সাড়ে ১১ টা থেকে কাজ বন্ধ করেন।

আরও পড়ুন- মহিলা সুরক্ষায় সবচেয়ে নিরাপদ কলকাতা, অপরাধের শীর্ষে দিল্লি! বলছে কেন্দ্রীয় রিপোর্ট

অথচ সকাল থেকে অন্যান্য দিনের মতো প্রতি এজলাসে কাজকর্ম শুরু হয়। কিন্তু, ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজতেই একে একে কর্মীরা এজলাস ছাড়েন। বর্তমানে মামলা শোনার জন্য উপস্থিত রয়েছেন বিচারপতিরা। তবে কোনও কোর্ট অফিসার না থাকায় হাইকোর্টের কাজকর্ম ব্যাহত হচ্ছে।এদিন প্রধান বিচারপতি সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিয়েছেন অর্থাৎ এবার নিজেই পরপর মামলা ডেকে শুনানি চালাতে চান তিনি। উল্লেখ্য, গত ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই সময়সীমা শেষ হয়েছে। DA নিয়ে হাইকোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version