Tuesday, August 26, 2025

DA-র দাবিতে কর্মবিরতি সরকারি কর্মীদের, শুনানি জারি রাখতে নিজেই উদ্যোগী প্রধান বিচারপতি

Date:

দিন কয়েক আগেই বকেয়া DA মেটানোর দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল একাধিক সরকারি কর্মচারি সংগঠন।ঘোষিত এই কর্মসূচিতে হাইকোর্টের কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেজন্য আগে থেকেই সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বকেয়া DA অবিলম্বে মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য সরকারি কর্মচারীরা।মহার্ঘভাতা যাতে দ্রুত মেটানো হয় সেই দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারি সংগঠন। সেই অনুযায়ী বকেয়া DA মেটানোর দাবিতে হাইকোর্টের (Calcutta High Court) কর্মীরা বেলা সাড়ে ১১ টা থেকে কাজ বন্ধ করেন।

আরও পড়ুন- মহিলা সুরক্ষায় সবচেয়ে নিরাপদ কলকাতা, অপরাধের শীর্ষে দিল্লি! বলছে কেন্দ্রীয় রিপোর্ট

অথচ সকাল থেকে অন্যান্য দিনের মতো প্রতি এজলাসে কাজকর্ম শুরু হয়। কিন্তু, ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজতেই একে একে কর্মীরা এজলাস ছাড়েন। বর্তমানে মামলা শোনার জন্য উপস্থিত রয়েছেন বিচারপতিরা। তবে কোনও কোর্ট অফিসার না থাকায় হাইকোর্টের কাজকর্ম ব্যাহত হচ্ছে।এদিন প্রধান বিচারপতি সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিয়েছেন অর্থাৎ এবার নিজেই পরপর মামলা ডেকে শুনানি চালাতে চান তিনি। উল্লেখ্য, গত ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই সময়সীমা শেষ হয়েছে। DA নিয়ে হাইকোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version