জহর বিতর্ক লাগাম টেনে কড়া তৃণমূল

তৃণমূল সাংসদ জহর সরকারের (Jawhar Sircar) মন্তব্যের উপর নজর রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই বিষয়ে অন্য কারও মন্তব্য কাম্য নয়। জহরের মন্তব্য নিয়ে অবশ্য অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ( Saugata Roy )। তিনি বলেন, ‘‘উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন‘‘।

সৌগতর মতে, এই ধরনের প্রাক্তন আমলারা রাজনীতির ময়দানে অভ্যস্ত নন। ফলে সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি। তবে, সোমবার জহর সরকার বলেন, কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তিকে একমাত্র পরাস্ত করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, দলের তরফে জহরের বিরুদ্ধে কাউকে মন্তব্য করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- Mumbai: গণেশ চতুর্থীর মাঝেই হামলার হুমকি ফোন, বাণিজ্যনগরীতে আঁটসাঁট নিরাপত্তা


Previous articleMumbai: গণেশ চতুর্থীর মাঝেই হামলার হুমকি ফোন, বাণিজ্যনগরীতে আঁটসাঁট নিরাপত্তা
Next articleআসানসোল জেলে অনুব্রত-সায়গলকে জিজ্ঞাসাবাদ, CBI-এর সামনে মুখে কুলুপ দু’জনেরই