দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার ব্যাঙ্ক লকার চেক করছে CBI

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনীশ সিসোদিয়ার লকার চেক করছেন। সেইমতো তদন্তকারীদের সহযোগিতা করতে এদিন সকাল সকাল সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছে যান AAP নেতা

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা AAP নেতা মনীশ সিসোদিয়াকে আরও বেকায়দায় ফেলতে এবার তাঁর লকার থাকা একটি ব্যাঙ্কে হানা দিয়েছে CBI. জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনীশ সিসোদিয়ার লকার চেক করছেন। সেইমতো তদন্তকারীদের সহযোগিতা করতে এদিন সকাল সকাল সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছে যান AAP নেতা।

প্রসঙ্গত, এর আগে সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে CBI. তিনি আগেই টুইট করে বলেছিলেন, “১৯ আগস্ট আমার বাড়িতে ১৪ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়েও কিছু পাওয়া যায়নি। এবার চেক করা হবে আমার ব্যাঙ্ক লকার।
বাড়ির মতোই কিছুই পাওয়া যাবে না লকারেও। তবে আমি এবং আমার পরিবার CBI-কে সম্পূর্ণ সহযোগিতা করবো।”

দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় CBI যে ১৫ জনের নামে FIR দায়ের করেছে, সিসোদিয়া তাঁদের মধ্যে একজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, দিল্লিতে লিকার পলিসিতে একাধিক দুর্নীতি হয়েছে, ঘুষের বিনিময়ে অনেককে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছিল CBI.

 

Previous articleবিপদে ‘শত্রু’রও পাশে: বন্যা বিধ্বস্ত পাকিস্তানে ত্রাণ পাঠাতে পারে ভারত
Next articleহৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন