Tuesday, January 13, 2026

চিটফাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া সিবিআই, ছুটির দিনে সকাল থেকেই চলছে অভিযান

Date:

Share post:

হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেফতারের ঘটনায় রাজু ঘনিষ্ঠ কাঁচরাপাড়া, হালিশহর সহ মোট ৭ জায়গায় সিবিআই হানা দিয়েছে। এমনকি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, তাঁর হালিশহরের বাড়িতেও সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যান। তাৎপর্যপূর্ণভাবে এখানেই থেমে থাকেনি সিবিআই। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের মঙ্গলদীপের বাড়িতেও পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। হালিশহরে সুবোধের পৈতৃক বাড়ি ছাড়াও কলকাতায় ৩টি ফ্ল্যাটে হানা দেয়। টালা পার্ক, পাইকপাড়া ও লেক টাউন ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের। বিধায়ক সুবোধ অধিকারীর সহায়ক অভিজিৎ শিকদারের বাড়িতেও হানা দিয়েছে তারা।

আরও পড়ুন:চিটফান্ডকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই, বীজপুরের বিধায়কের বাড়িতেও হানা
রবিবার সকালেই প্রথমে বীজপুরে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। সেখানে কোনও নথি না পেয়ে বেলা বাড়তেই টালা পার্ক, পাইকপাড়া ও লেকটাউনের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই আধিকারিকরা।টালা পার্কের পর কলকাতার দক্ষিণদাঁড়িতে একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই আবাসনের আটতলায় সুবোধ অধিকারীর একটি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটি তালাবন্ধ থাকায় প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করেন সিবিআই আধিকারিকরা। এরপর লেকটাউন থানায় যান আধিকারিকরা। এরপর তালা খুলে দেওয়া হয়। ইতিমধ্যে তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের লেকটাউনের দক্ষিণদাঁড়ি ও পাইকপাড়ার ফ্ল্যাটে। সিবিআই সূত্রে দাবি, মোট ৭টি জায়গায় চলছে তল্লাশি।

সিবিআই-এর হাতে ধৃত রাজু সাহানি রাজনৈতিক মহলে সুবোধ অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচত বলে সূত্রের দাবি। এমন পরিস্থিতিতে সুবোধ অধিকারী এই বিষয়ে কিছু জানতেন কি না, সেই সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও রাজু সাহানির সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও, চিটফান্ড-যোগ অস্বীকার করেছেন কাঁচরাপাড়ার পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী।

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...