Wednesday, December 3, 2025

কম্পিউটার-টুইট করে রাজনীতি হয় না: রাহুলকে খোঁচা দিয়ে নতুন দলের ঘোষণা আজাদের

Date:

Share post:

কাশ্মীরে নতুন রাজনৈতিক দল (Political Party) ঘোষণা করলেন গুলাম নবী আজাদ (Gulam Nabi Azad)। রবিবার জম্মুর প্রকাশ্য সমাবেশ থেকে রাজনৈতিক কেরিয়ারের দ্বিতীয় ইনিংস (Second Innings) শুরু করলেন প্রাক্তন কংগ্রেস নেতা (Former Congress Leader)। তবে এখনও পর্যন্ত নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঠিক করেননি বলে জানিয়েছেন আজাদ। রবিবারের সমাবেশ থেকে তিনি জানান, জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) সাধারণ মানুষই আমার দলের নাম ঠিক করবেন। হিন্দুস্তানি নাম দেওয়া হবে দলের, যেন সকলে সেই নাম বুঝতে পারেন। জম্মু কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতেই লড়বে তাঁর নয়া দল। পাশাপাশি কাশ্মীরের মানুষ যেন স্থানীয় চাকরিতে অগ্রাধিকার পান সেই বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হবে।

নতুন দল ঘোষণার পাশাপাশি এদিন নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কড়া ভাষায় আক্রমণ করেন গুলাম নবী আজাদ। তাঁর অভিযোগ, কম্পিউটার বা টুইট করে রাজনীতি করা যায় না। এখন অনেকেই আমার নামে নিন্দা করছেন কিন্তু তাঁদের দৌড় ওই পর্যন্তই। আর সেই কারণেই কংগ্রেসকে সাধারণ মানুশের মন থেকে দূরে সরে যেতে হয়েছে। তাঁরা ‘রক্ত ঝরিয়ে’ কংগ্রেস তৈরি করেছিলেন বলে এদিন মনে করিয়ে দেন আজাদ। পাশাপাশি এদিনের সভামঞ্চ থেকে ফের কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit)) প্রসঙ্গ তুলে আজাদ বলেন, কাশ্মীরি পণ্ডিতদের নিঃশর্তে ফিরিয়ে আনার দায়িত্ব নেবে তাঁর দল। শুধুমাত্র ফিরিয়ে আনাই নয়, কাশ্মীরে তাঁরা যেন নিরাপদে বসবাস করতে পারেন, সেদিকেও নজর দেওয়া হবে। এরপরই প্রাক্তন কংগ্রেস নেতা অভিযোগ করেন, কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করে খুন করা হচ্ছে। অবিলম্বে এই হত্যালীলা বন্ধ করা দরকার।

তবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলার কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছেন গুলাম নবী আজাদ। তিনি জানান, জোট বাঁধলে তাঁর দলের যেমন কোনও লাভের লাভ হবে না ঠিক তেমনই লাভ হবে না বিজেপিরও। এর আগে তাঁকে জম্মু কাশ্মীরে কংগ্রেসের প্রচার দলের প্রধান করা হয়েছিল। তবে, তাঁর কোনও পরামর্শই গ্রহণ করা হয়নি বলে সেই পদ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তার কয়েক দিন পরই কংগ্রেসের প্রাথমিক পদও ছেড়ে দেন তিনি।

spot_img

Related articles

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...