বিদেশমন্ত্রী মোমেনকে ছাড়াই ভারত সফরে দিল্লি পৌঁছলেন হাসিনা

খায়রুল আলম , ঢাকা: তিন বছর পর চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) শেখ হাসিনা(Sekh Hasina)। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সকাল ১০টায় ১৭০ জন সফরসঙ্গী নিয়ে বিমান বাংলাদেশের(Bangladesh) একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি। তবে তার সফরসঙ্গীদের মধ্যে নেই দেশটির বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন(A K Abdul Momen)। সরকারি এক কর্মকর্তার তরফে জানা গেছে, ‘তিনি (মোমেন) অসুস্থ তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাননি।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করা নিয়ে গত ১৮ আগস্ট বাংলাদেশের বিদেশমন্ত্রীর একটি বক্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

ওই বক্তব্যের পর তোপের মুখে থাকা পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার বিতর্কিত সেই মন্তব্যের পর এবারের ভারত সফরে বাংলাদেশি বিদেশমন্ত্রীর অনুপস্থিতি নিশ্চিত ভাবে তাৎপর্যপূর্ণ।

Previous article৮৯ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি সারা, PIL-এর জন্য আটকে আছে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Next articleকাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই রাষ্ট্রদূত সহ মোট ২০