Corona update: দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে, কমল সক্রিয় রোগীর সংখ্যা

করোনাকে (Corona) জয় করে এগিয়ে চলেছে দেশ। এবার স্বস্তির খবর, সংক্রমণ গ্রাফ নামল ৫ হাজারের নিচে। সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) রিপোর্টে জানা যাচ্ছে। পাশাপাশি করোনা পজিটিভিটি রেটও (Positivity Rate) অনেকটাই কম বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনা সংক্রমণের সঙ্গে লড়াই করে আপাতত সুস্থতার পথে এগোচ্ছে দেশ। জোরকদমে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ২১৩ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। সোমবারের থেকেও আজ মঙ্গলবার কমল করোনা সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া সাম্প্রতিক তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে পজিটিভ হয়েছেন ৪ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৭০ ডোজ পেয়েছেন দেশবাসী। বয়স্ক ও ১৮ বছরের ঊর্ধ্বদের বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ পুজোর মধ্যে শেষ করার টার্গেট নিয়েছে কেন্দ্র। সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ০৩২ জন। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫২ হাজার ৩৩৬।

 

Previous articleফের বিরাট মন্তব্যের পাল্টা, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সময় পাশে ছিল বোর্ড, দাবি এক বোর্ড কর্তার
Next articleডিএ বকেয়া নেই সরকারি কর্মীদের, হাইকোর্টে জানালো রাজ্য