Mamata Banerjee: বুধবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৭ সেপ্টেম্বর নবান্ন (Nabanna) সভাঘরে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করতে চলেছেন। জেলা স্তরের পর এবার রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (CM)। যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত মন্ত্রীদের। এছাড়াও ওই বৈঠকে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, যুগ্মসচিব সহ সমস্ত দফতরের সচিবরা। ডিজি মনোজ মালব্য সহ সমস্ত পুলিশ কর্তাদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। ভার্চুয়ালি বৈঠকে থাকবেন সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপাররা। সূত্রের খবর আগামিকালের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঠিক কী অবস্থায় আছে তা খতিয়ে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বিক ভাবে সব দফতরের কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী, বলে জানা যাচ্ছে ।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে জেলা স্তরে কাজ খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বৈঠকের পর ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

Previous articleমমতার পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলায় হলফনামা তলব হাই কোর্টের
Next articleবিমানবন্দর থেকে সরিয়ে RSS কার্যালয়ের নিরাপত্তায় CISF! প্রতিবাদে সরব শশী