পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক অধিবেশন থেকে বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবাধ ভোটের মাধ্যমে এই বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে। একইসঙ্গে সকল কর্মীদের বুঝিয়ে দিলেন মানুষের সুবিধা অসুবিধায় যে মানুষের পাশে থাকবে তৃণমূল তাকেই নেতা হিসেবে বেছে নেবে। তৃণমূলে ২ নম্বর ৩ নম্বর বলে কিছু নেই একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নেওয়া যাক এদিনের সভা থেকে ঠিক কী কী বললেন অভিষেক…


- সকলকে ধন্যবাদ যারা আজ সভায় উপস্থিত হয়েছেন
 - যতজন সভায় রয়েছেন তার দ্বিগুণ রাস্তায়
 - নেতাজি ইন্ডোরে আগেও সভা হয়েছে তবে আজকের সভা সর্বকালীন রেকর্ড
 - এটা প্রমাণিত তৃণমূলের উপর যত আঘাত করা হবে তৃণমূল তত শক্তিশালী হবে
 - মমতা যা বলবেন যা পরামর্শ দেবেন তা বুথে বাস্তবায়ন করতে হবে
 - ইডি সিবিআই লাগিয়ে আমাদের নেতাদের গ্রেফতার করেছে, বাংলার উন্নয়ন আটকাতে আমাদের সচিবকে অ্যাটাচ করা হয়েছিল
 - যারা তৃণমূলকে আক্রমণ করছে তাঁদের বলব, আমরা বদল এনেছি বদলা নেব পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে
 - গোটা দেশে একমাত্র রাজনৈতিক দল তৃণমূল যে মাথা উচু করে লড়াই করছে।
 - মাথানত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, জল্লাদদের কাছে নয়
 - বিজেপির জল্লাদ ও সিপিএমের হার্মাদ এক হয়েছে তৃণমূলের বিরুদ্ধে
 - যারা বলত দুর্গাপুজো হয় না আজ ইউনেস্কো বাংলাকে সম্মান দিয়েছে, বিশ্বদরকারে দুর্গাপুজো বন্দিত যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে
 - দুর্গাপুজোয় ২৫০ কোটি টাকা কেন দেবে না? তোমরা ৩০০০ কোটির মূর্তি, হাজার কোটির প্লেন কেনো আর দুর্গাপুজোয় টাকা দেবে না কেন?
 - আমরা যা বলেছি তা করেছি, আজ বাংলার সব মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন
 - হ্যাঁ তৃণমূল খেটে খাওয়া মানুষের পার্টি, বস্তির পার্টি এটা আমাদের কাছে সম্মানের
 - যা ইচ্ছা তাই করব সব বন্ধ হয়েছে, এই দলে কোনও লবি নেই একটাই লবি মমতা বন্দ্যোপাধ্যায় লবি
 - তৃণমূলে ২ নম্বর ৩ নম্বর বলে কিছু নেই একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
 - ভোট শান্তিপুর্ণ অবাদ হবে গন্তান্ত্রিক পথে বিজেপিকে ল্যাজে গোবরে করে হারাতে হবে
 - আজ দেশে বিজেপি সরকারের দৌলতে ডিজেলও ১০০ টাকা পার করেছে তবে ১০ পয়সা বাড়তি ঋণ মানুষের উপয় চাপায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
 - লোডশেডিং বাবু আপনাকে দেখাবো কতধানে কত চাল
 - সবথেকে বড় অপদার্থ অমিত শাহ তাই আমি বলেছি দেশের সবচেয়ে বড় পাপ্পু,
 - কেন্দ্রের রিপোর্টে সবথেকে সুরক্ষিত শহর কলকাতা, অথচ অমিত শাহের পুলিশের দিল্লি তালিকায় সবচেয়ে নিচে
 - আপনি জাতীয়তাবাদের জ্ঞান দেন, অথচ আপনার নিজের ছেলে যে দেশের জাতীয় পতাকা হাতে নিতে লজ্জা করে
 - আপনার অধিনে থাকা ইডি-সিবিআই চোরকে সেল্টার দিচ্ছে, সুদীপ্ত সেন চিঠি লিখল টাকা নিয়েছে শুভেন্দু তাও কোনও পদক্ষেপ নেই
 - তৃণমূলকে সামনা সামনি লড়তে ভয় পায়, ফাঁকা মাঠে গোল দিতে চায়, তাই ইডি সিবিআই লাগিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে জিততে চায় কিন্তু হবে না, তৃণমূল মেরুদণ্ড বিক্রি করে না
 - গণতান্ত্রিকভাবে মানুষের ভালবাসায় যোগ্য জবাব দিতে হবে বিজেপিকে
 - যতদিন মমতা আছে দিল্লির কাছে হাত পাততে হবে না
 - রাজনৈতিক ভাবে লড়তে না পেরে বাংলার মানুষকে অপমান করছে
 - উত্তর প্রদেশ-দিল্লি কোনও কাজের কাজ করে না শুধু রাস্তার নাম স্টেশনের নাম পাল্টাচ্ছে, এরা ক্ষমতায় এলে মেদিনীপুর মোদিনিপুর হয়ে যেত, দার্জিলিং মোদিলিং হয়ে যেত
 


















