Saturday, November 22, 2025

শুনানির আগেই দুর্গাপুজো অনুদানের ২৪০ কোটি টাকা বরাদ্দের নির্দেশিকা জারি

Date:

Share post:

একদিকে মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে হাইকোর্টে। তার আগে বৃহস্পতিবার দুর্গাপুজো অনুদান মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পুজোর অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে।ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন এবং সরকারি কর্মচারী পরিষদ ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদানকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিল। সেই মামলার শুনানির আগেই রাজ্য নোটিশ জারি করেছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী কড়ার বার্তার পরেই সব এসপি-সিপিদের নিয়ে ‘সমন্বয় বৈঠক’ ডিজির
জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্তরের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন। মোট ২৪০ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান রাজ্য সরকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য বরাদ্দ করেছে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্লাবকে ৫০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। এছাড়াও, কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ বোর্ডগুলিকে পুজো কমিটির বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সব মিলিয়ে পুজোর অনুদানের কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে মোট ২৫৮ কোটি টাকা ব্যয় হবে।

পুজোয় অনুদান নিয়ে রাজ্য বেশ কয়েকটি যুক্তি দিয়েছে। জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাজ্য সরকার মনে করলে জনগণের জন্য অর্থ বরাদ্দ করতে পারে। এতে কোনও বাধা নেই। তার পর ইউনেসকোর তরফ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার কথা তুলে ধরে রাজ্য জানায়, এটা শুধু রাজ্যের নয়, দেশের জন্যও গর্বের বিষয়। সরকার হলফনামায় জানিয়েছে, সংবিধানের ৫১ (এ) ধারা অনুযায়ী, হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয়, তারা যেন এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। দুর্গাপুজোর দিনগুলিতে উৎসবকে মসৃণ ভাবে পরিচালনা করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য নয়।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...