শুনানি শেষ ডিএ মামলার, রায় শোনার অপেক্ষায় সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি শেষ হল শুক্রবার। তবে শুনানির পর এদিন রায়দান স্থগিত রাখেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন (Harish Tandon) ও রবীন্দ্রনাথ সামন্তের (Rabindranath Samanta) ডিভিশন বেঞ্চ (Division Bench)। আগামী সপ্তাহে সোম থেকে শুক্রবারের মধ্যে এই মামলার রায়দান হবে বলে ডিভিশন বেঞ্চ সূত্রে খবর।

এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate General) জানান, মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ভাতা মিটিয়েও দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় হারে হাইকোর্ট মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বৃহস্পতিবারের শুনানিতে রাজ্যের তরফে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যুক্তি ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের (Pay Commission) সুপারিশ রাজ্য সরকার গ্রহণই করেনি। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়টি যখন রাজ্য সরকার গ্রহণই করেনি তখন বকেয়ার প্রশ্ন আসছে কোথা থেকে?

এদিন কর্মচারীদের পক্ষের এক আইনজীবী কল্লোল বসু সুপ্রিম কোর্টের একাধিক রায় উল্লেখ করে বলেন ডিএ কর্মচারীদের আইন সঙ্গত অধিকার। ফলে ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনা করার কোনও জায়গায় নেই। তবে এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর আপাতত রায়দান (Judgement) স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। তবে আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন- পুলিশের অনুমতি ছাড়াই সিজিও কমপ্লেক্স অভিযান বামেদের

 

Previous articleপুলিশের অনুমতি ছাড়াই সিজিও কমপ্লেক্স অভিযান বামেদের
Next articleফাঁকা রয়েছে বহু আসন, ফের খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল, নির্দেশ সরকারের