১) ছুটছে মহামেডান। অপরাজিত থেকে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ময়দানের অন্যতম প্রধান। শুক্রবার যুবভারতীতে গতবারের ফাইনালিস্ট মহামেডান কোয়ার্টার ফাইনালে আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সকে ৩-০ গোলে উড়িয়ে দিল।

২) সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম বার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিন্নোর সঙ্গে দেখা করলেন কল্যাণ চৌবে। শুক্রবার কাতারে গিয়ে কল্যাণ এবং সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ দেখা করেন ইনফান্তিনোর সঙ্গে।
৩) রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রভাব পরল খেলার দুনিয়া। আগামী সোমবার পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা স্থগিত রাখল কর্তৃপক্ষ। যদিও ব্রিটিশ সরকার জানিয়েছে, সূচি অনুযায়ী খেলা চালিয়ে যেতে পারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

৪) চোট পাওয়া রবীন্দ্র জাদেজার ওপর চটেছন এক বোর্ড কর্তা। হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। সদ্য হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে। সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা।

৫) টেস্ট দল থেকে দু’জনে বাদ পড়েছিলেন একসঙ্গেই। এরপর কাউন্টি ক্রিকেটে ভাল খেলে নিজেকে জাতীয় দলে ফিরিয়েছেন চেতেশ্বর পুজারা। অজিঙ্ক রাহানে লক্ষ্যও যে একই, সেটা বুঝিয়ে দিলেন তিনি। দলীপ ট্রফিতে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে দ্বিশতরান করলেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক রাহানে।

আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াক্ষেত্রে, সোমবার পযর্ন্ত বন্ধ ইপিএলের ম্যাচ
