রবিতে উত্তরবঙ্গে ঐতিহাসিক চা শ্রমিক সমাবেশ, শনিবার কেন্দ্রীয় কর্মী সম্মেলন মলয়-ঋতব্রতর

রবিবার উত্তরবঙ্গে ঐতিহাসিক চা শ্রমিক সমাবেশ। উপস্থিত থাকবেন তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে শনিবার মালবাজারের ফরোয়ার্ড ক্লাবের মাঠে হল চা বাগান শ্রমিকদের প্রথম কেন্দ্রীয় কর্মী সম্মেলন। উত্তরবঙ্গের ৬ টি জেলার চা বাগান শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা এই সম্মেলনে যোগ দেন। বিভিন্ন বাগান থেকে আসা ৪৬ জন শ্রমিক প্রতিনিধি সম্মলনে বক্তব্য রাখেন। নিজেদের দাবি-পাওনা নিয়ে আলোচনা করেন। সেই সবের ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং খাতাতে নোটও করা হয়েছে। এই নোট পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। মালবাজারের সমাবেশে যোগ দিতে শনিবার সন্ধেয় শিলিগুড়ি পৌঁছেছেন অভিষেক। ঐতিহাসিক শ্রমিক সমাবেশে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তার অপেক্ষায় উত্তরবঙ্গ।

এদিন চা শ্রমিকদের কর্মী সম্মেলন সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। মন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak) এবং আইএনটিটিইউসির (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) উপস্থিত থেকে প্রত্যেকের বক্তব্য শোনেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা চা শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তবে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন তা জানার জন্য এখানকার শ্রমিকরা উন্মুখ হয়ে আছে।“ ঋতব্রত বলেন, “ডুয়ার্স ও তরাইয়ের চা বাগান শ্রমিকদের সঙ্গে আমরা গত দু মাস ধরে টানা বৈঠক করে গিয়েছি। উত্তরবঙ্গের সবকটি জেলায় দার্জিলিং থেকে কোচবিহার চা বাগান শ্রমিকদের কাছে গিয়ে তাঁরা ঠিক কী চাইছেন তা বোঝার চেষ্টা করেছি। ইউনিট ভিত্তিক সমাবেশ হয়েছে। এবার সার্বিকভাবে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয়েছে, অভিষেক বন্দোপাধ্যায় সেখানে মূল বক্তা। এই সমাবেশ হবে এযাবৎকালের সব থেকে বড় ও ঐতিহাসিক সমাবেশ।“ এদিন সম্মেলনের পরে মলয় ঘটক, বুলুচিক বরাইককে সঙ্গে নিয়ে রবিবারের সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখেন ঋতব্রত।

আরও পড়ুন- ব্রিটেনের রাজসিংহাসনে বসলেন চার্লস, আজীবন দেশ সেবার শপথ


 

 

Previous articleব্রিটেনের রাজসিংহাসনে বসলেন চার্লস, আজীবন দেশ সেবার শপথ
Next articleগার্ডেনরিচে উদ্ধার টাকার পাহাড়! গেমিং অ্যাপের মাধ্যমে বহু কোটি টাকা আত্মসাতের অভিযোগ