Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) ফুটবলার সমস্যায় কলকাতা লিগে মোহনবাগানের খেলা নিয়ে নতুন করে জট তৈরি হওয়ায় ফের চিঠিচাপাটি শুরু হল। শনিবার মোহনবাগান ক্লাবের তরফে চিঠি দেওয়া হল আইএফএ-কে।

২) ‘বিরাট কোহলি অনেক বেশি দক্ষ ক্রিকেটার’, বিরাটের শতরানের পর প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়। আমরা দু’জনে আলাদা প্রজন্মে খেলেছি। দু’জনেরই অনেক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি একটা প্রজন্মে খেলে এসেছি। ও এখনও খেলে চলেছে, বললেন মহারাজ।

৩) একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার একদিনের ও টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শনিবার এমনটাই নিজেই জানালেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচের পরই অবসর ফিঞ্চের। ফিঞ্চকে শুভেচ্ছা বিরাটের।

৪) আসন্ন জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে গুজরাতে আয়োজিত হতে চলেছে আসন্ন জাতীয় গেমস ২০২২৷ কিন্তু এই গেমসে অংশ নেবেন না ভারতের সেরা ক্রীড়াবিদরা।

৫) ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে, এশিয়া কাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর এমনটাই বললেন ভারতের প্রাক্তন নির্বাচক সাবা করিম ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Previous articleToday market price : ‌‌আজকের বাজার দর
Next articleস্বপ্ন প্রেমিকা নীরা, উৎপল সিনহার কলম