২ মেদিনীপুরের ৪দিনের সফরে মুখ্যমন্ত্রী, নজরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান সেরেই চারদিনের জেলা সফরে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কর্মসূচি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তবে, তিনি সোমবারই গিয়েছেন। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শিল্পতালুকে বৈঠক করবেন মমতা। পূর্ব মেদিনীপুরের জেলাপরিষদ এর সভাধিপতি দেবব্রত দাসের মারা গিয়েছেন। আপাতত দায়িত্ব সামলাচ্ছেন সহ-সভাধিপতি শেখ সুফিয়ান। এই বিষয়টি নিয়ে খড়গপুর শিল্পতালুকের বৈঠকে আলাচনা করবেন বলে আগেই জানান তৃণমূল সুপ্রিমো। বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী যাবেন নিমতৌড়ি। সেখানে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক। সেখানে থেকে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরে ‘জব ফেয়ার’ এর আয়োজন করা হয়েছে। সেখানে থেকে ৭ হাজার নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন মাধ্যমে যাঁরা প্রশিক্ষিতদের জন্য জব ফেয়ারের আয়োজন কারিগরি সহায়ক শিক্ষা দফতরের।

Previous articleমানবিকতাই আসল ধর্ম, পাকিস্তানে বানভাসীদের জন্য খুলে দেওয়া হল হিন্দু মন্দির
Next articleপূজার্চনার আবেদন শুনবে আদালত: জ্ঞানবাপী মসজিদ বিতর্কে বড় সিদ্ধান্ত বারাণসী আদালতের