Tuesday, November 11, 2025

পাঞ্জাবেও ‘অপারেশন লোটাস’, ১০ আপ বিধায়ককে মাথাপিছু ২৫ কোটির প্রস্তাব! অভিযোগ কেজরিওয়ালের

Date:

Share post:

মিশন দিল্লি ব্যর্থ হওয়ার পর, এবার সরকার পতনে BJP-র নজরে পাঞ্জাব! এই জল্পনা উস্কে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের একটি অভিযোগকে ঘিরে। ভগবন্ত মান সরকারের পতনের জন্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে আপ বিধায়কদের ২০ থেকে ২৫ কোটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি। তার দাবি, কয়েকদিন আগে BJP-র পক্ষ থেকে আপ বিধায়কদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল। এরপর পাঞ্জাবের ভগবন্ত সিং মান সরকারে পতনের জন্য প্রস্তাব দেওয়া হয় বিধায়কদের। ১০ জন আপ বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কেজরিওয়াল।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে ব্যবস্থা করে দেওয়া হবে বলে প্রস্তাবকারীরা বিধায়কদের আশ্বাস দেওয়া হয়। আর দল ভাঙানোর জন্য বিধায়ক পিছু ২০ থেকে ২৫ কোটি টাকা হবে বলে প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিধায়ক কেনার এই চেষ্টা BJP-র পক্ষ থেকে করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। কোন কোন বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তা জানাতে চাননি কেজরিওয়াল। পাঞ্জাব সরকার পতনের জন্য BJP-র পক্ষ থেকে যাঁরা বিধায়কদের ফোন করেছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন পাঞ্জাবের বলে জানিয়েছেন তিনি। এছাড়া বাকিরা BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব বলে জানান তিনি।

আম আদমি পার্টির (AAP) বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমা অভিযোগ করেছেন, বিজেপির তরফে তাঁদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লি গিয়ে বড় নেতাদের সঙ্গে দেখা করার। এবং দলবদলের ‘মূল্য’ হিসেবে মাথাপিছু ২৫ কোটি করে দেওয়ার।চিমা জানিয়েছেন, এমন প্রস্তাব দিয়ে তাঁদের এও বলা হয়েছে, পাঞ্জাবে রাজনৈতিক ক্ষমতার বদল হলেই দলবদলুদের জন্য থাকবে উঁচু পদ। একবার নয়, এই ধরনের প্রস্তাব একাধিক বার তিনি পেয়েছেন বলে জানিয়েছেন পাঞ্জাবের আপ বিধায়ক।

বর্তমানে ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভায় কেজরিওয়াল দলের বিধায়ক সংখ্যা ৯২। BJP-র বিধায়ক সংখ্যা মাত্র ২। এই অবস্থায় সরকার গঠন করতে হলে BJP-র দরকার কমপক্ষে ৫৭ জন বিধায়কের সমর্থন। পাঞ্জাবে সরকার গঠনে BJP-র পক্ষে আপ বিধায়ক ভাঙানো কতটা সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ  করেছেন অনেকেই।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...