Monday, August 25, 2025

অভিমান-ভুল বোঝাবুঝি এখন অতীত, দিদি দাঁড়িয়ে থেকে ভাব করিয়ে দিলেন জুন-শ্রীকান্তকে

Date:

Share post:

অভিমান, ঝগড়ায় এখন অতীত। দু’জনের হাত মিলিয়ে দিলেন খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভুল বোঝাবুঝি দূর করে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হাসিমুখে “হ্যান্ডশেক” করলেন দুই তৃণমূল বিধায়ক জুন মালিয়া (June Maliya) ও শ্রীকান্ত মাহাতো (Srikanto Mahato)।

সম্প্রতি, একটি দলীয় কর্মসূচিতে গিয়ে তৃণমূলের তারকা সাংসদ, বিধায়ক থেকে দলের একাংশ জেলা নেতা-নেত্রীর সম্পর্কে বেফাঁস মন্তব্য করেন শ্রীকান্ত। বিতর্কিত মন্তব্য করে তিনি বলেছিলেন, “জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। এরা যদি সম্পদ হয়, তাহলে তো আর পার্টি করা যাবে না!”

প্রকাশ্যে মন্ত্রীর এমন মন্তব্যের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শালবনির বিধায়ককে শো-কজ করেছিল জেলা নেতৃত্ব। এমন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দলের কাছে ক্ষমা চেয়ে নেন শ্রীকান্ত। এরপরমঙ্গলবার দু’জনেই উপস্থিত ছিলেনমুখ্যমন্ত্রীর খড়্গপুরের বৈঠকে। সেখানে জুন-শ্রীকান্ত ঝগড়ায় ইতি পড়ে।

জুন মালিয়া বলেন, “দিদি আমাদের ভালবাসেন। তিনি সবাইকে নিয়ে চলেন।” শ্রীকান্ত প্রসঙ্গে জুনের বক্তব্য, “আমি তো কোনও অভিযোগ জানাইনি। এখন সেটা ক্লোজড চ্যাপ্টার। দিদি সব সময় পাশে আছেন এবং থাকবেন, সেটা বুঝিয়েও দিয়েছেন। আমরা তো নার্সারি স্কুলের বাচ্চা নই। দিদি মিষ্টি করে যে ভাবে একজন অভিভাবক শাসন করেন, সে ভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার অভিমান হয়নি, খারাপ লেগেছিল, কেন আমাদের সবাইকে টেনে আনা হয়েছিল।”

মন্ত্রী শ্রীকান্ত বলেন, “দিদি বলেছেন জুনের সঙ্গে ভাব করে নিতে। কথা বলতে। আমি তো কথা বলি। এখন আর কোনও সমস্যা নেই আমাদের মধ্যে। তৃণমূল একটি পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক।”

 

spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...