Sunday, November 16, 2025

উপত্যকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত শিশুসহ অন্তত ১১ জন

Date:

বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা।যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও তিন মহিলা রয়েছেন বলেও জানা গিয়েছে। আহত কমপক্ষে ২১ জন। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ছে উদ্ধারকারী বাহিনী। শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:Tourism: এক ক্লিকেই মিলবে হোম-স্টে! রাজ্যের পর্যটন বিভাগের নয়া উদ্যোগ

এদিন সকালে পুঞ্চ জেলার সওজিয়ান গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পরই সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে উদ্ধারকার্যে তারাই এগিয়ে আসেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকেও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা।  আহতদের নিকটবর্তী মান্ডির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বরারই ওয়ালা সাওজিয়ান গ্রামের কাছে। দ্রুত গতিতে থাকার জন্য মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো মিটার নিচে খাদে পড়ে যায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আর তারপরই বাসটি খাদে পড়ে যায়। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা ঘোষণা করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version