Saturday, November 15, 2025

Assembly: চলতি অধিবেশনে আসছে ৬-৭টি গুরত্বপূর্ণ বিল, থাকতে হবে সব বিধায়ককে: শোভনদেব

Date:

শুরু হল বিধানসভার বিশেষ অধিবেশন। চলতি অধিবেশনে দলের কর্মসূচি স্থির করতে এদিন বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস (TMC) পরিষদীয় দল। নৌসর আলি কক্ষে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) পৌরহিত্যে ওই বৈঠকে ছিলেন, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhondeb Chattapadhyay), মুখ্য সচেতক নির্মল ঘোষ (Niirmal Ghosh), উপমুখ্য সচেতক তাপস রায়-সহ শাসকদলের সমস্ত বিধায়কেরা। সেখানে দলের বিধায়কদের অধিবেশনের প্রতিদিন সর্বক্ষণ অধিবেশনে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের পরিষদীয় নেতৃত্ব। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলের মোট ২১৬ জন জনপ্রতিনিধিকেই প্রতি দিন হাজিরা দিতে হবে বিধানসভার অধিবেশনে।

পরে সাংবাদিক বৈঠকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, চলতি অধিবেশনে ৬-৭টি গুরত্বপূর্ণ বিল আসতে চলেছে। বিল পাশ করানোর সরকার পক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনও বিধায়ককে অধিবেশন ছেড়ে যেতে হয়, তা হলে পরিষদীয় দলের শীর্ষ নেতৃত্বকে সে কথা জানিয়ে যেতে হবে।

বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে বিতর্কের মাধ্যমে সমস্ত সমালোচনার জবাব দিতে এবং শান্তিপূর্ণভাবে অধিবেশন পরিচালনার বিষয়ে সক্রিয় হতে দলীয় বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের অধিবেশনের শুরুতে সম্প্রতি প্রয়াত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের স্মৃতির উদ্দ্যেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। চিত্র পরিচালক তরুণ মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র, ফুটবল তারকা বদ্রু বন্দ্যোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, বরুণ মুখোপাধ্যায়, প্রবীণ বিধায়ক ব্রজমোহন মজুমদার-সহ মোট ১১ জনের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর দু’মিনিট নীরবতা পালন করে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version