স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে দেশের মধ্যে শীর্ষে বাংলা: টুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের (National Rural Livelihood Mission) অধীনে স্বনির্ভরগোষ্ঠী তৈরিতে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। বাংলার মানুষকে স্বনির্ভর করে তুলতে বহু উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার তারই প্রতিফলন মিলল কেন্দ্রের রিপোর্টে (Report)। এই দেখে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। টুইট (Tweet) করে সেকথা জানান তিনি।

টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মোট ১০লক্ষ ৪ হাজার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত যে, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে স্বনির্ভর গোষ্ঠী গঠনে পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে à§§ নম্বর স্থান অর্জন করেছে।” স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত সকলে অভিনন্দন জানিয়েছেন মমতা।

আরও পড়ুন- দল গড়েও ডিগবাজি অমরিন্দরের, সোমবারই বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের ক্যাপ্টেন

বর্তমানে লক্ষ লক্ষ মহিলা নানা কাজে যুক্ত হয়ে স্বনির্ভর হয়ে উঠেছেন। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে এখন একাধিক জায়গায় এই মহিলারা কাজ করছেন। দেখা যাচ্ছে, কারও উৎপাদিত সামগ্রী দেশ-বিদেশে রফতানিও হচ্ছে।