বাগুইআটি জোড়া খু*নে দিল্লি থেকে গ্রেফতার সুপারি কিলার কানাইয়া কুমার

গত ২২ আগষ্ট তুতো ভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে অতনু দে বেরিয়েছিল সত্যেন্দ্রর সঙ্গে। এরপর থেকে দুই কিশোরের খোঁজ মেলেনি

বাগুইআটি কাণ্ডে এবার গ্রেফতার সুপারি কিলার কানাইয়া কুমার। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে CID. আজই দিল্লির আদালতে ধৃতকে পেশ করে ট্রানজিশন রিমান্ডে কলকাতায় আনার আবেদন জানাবে CID.

বাগুইআটির দুই কিশোরের জোড়া খু*নের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতারের একসপ্তাহের মধ্যে হত্যাকারী
কানাইয়া কুমারকে গ্রেফতার করল CID. এই কানাইয়া কুমারই বাসন্তী হাইওয়েতে গাড়ির মধ্যে বাগুইআটির দশম শ্রেণির দুই ছাত্রকে খু*ন করেছিল বলে দাবি তদন্তকারীদের। হেফাজতে থাকা মূলপাণ্ডা সতেন্দ্রকে জেরা করেই কানাইয়ার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

গত ২২ আগষ্ট তুতো ভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে
অতনু দে বেরিয়েছিল সত্যেন্দ্রর সঙ্গে। এরপর থেকে দুই কিশোরের খোঁজ মেলেনি। অপহরণের কথা বলে মুক্তিপণ দাবি করা হয় তাদের পরিবারের কাছে। বাড়ির লোক ২৪
আগষ্ট বাগুইআটি থানায় সেই মর্মে অভিযোগ জানায়। তার দু’সপ্তাহ পর বসিরহাট মর্গে দুই ২ কিশোরের দেহ শনাক্ত হয়। এই ঘটনায় গত ৯ সেপ্টেম্বর হাওড়া স্টেশন চত্বর থেকে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতার পুলিশ। এবার সুপারি কিলারকে গ্রেফতার করল CID.

Previous articleহনুমানের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অভিনব চাল পুলিশের! ফল মিলল হাতেনাতে
Next articleবিজেপির নবান্ন অভিযানে ‘হিংসা’র তদন্তে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল