Wednesday, December 24, 2025

‘আপনি শুধু আপনার কথা ভাবছেন’, সুইসাইড নোটে মোদিকে নিশানা করে আত্মহত্যা কৃষকের

Date:

Share post:

‘আমাদের কাছে টাকা নেই। পেঁয়াজ বাজারে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। আপনি শুধু নিজের কথা ভাবছেন, মোদি সাহেব।’ ঠিক এভাবেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সুইসাইড নোটে উল্লেখ করে আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের এক কৃষক। নোটে তিনি ফসলের নূন্যতম দাম নিশ্চিত করার ব্যাপারেও আবেদন করেন। পুণের এই কৃষকের আত্মহত্যা ঘিরে দেশব্যাপী আলোড়ন ফেলেছে।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে কিশোরীকে ধ*র্ষণ, ‘দোষ’ প্রমাণের আগেই প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দিল ধৃতদের বাড়ি

পুলিশ জানিয়েছে, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি হলেন পুণের জুন্নার তালুকের ওয়াদগাঁও আনন্দ গ্রামের দশরথ লক্ষ্মণ কেদারি। তিনি বাড়ি লাগোয়া পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, কেদারির লেখা সুইসাইড নোটের প্রতিটি ছত্রে কৃষকের দুর্দশার কাহিনি তুলে ধরা হয়েছে। আর এই পরিস্থিতির জন্য তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং সর্বোপরি প্রধানমন্ত্রী মোদিকে দায়ী করে গিয়েছেন। তাতে আছে ফসলের ন্যূনতম দাম না পাওয়া এবং ঋণদানকারী সংস্থার এজেন্টদের হাতে হয়রানির অভিযোগ।এছাড়াও অতিমারি পর্বে এবং অতিবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়া কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে গিয়েছেন ওই কৃষক। অভিযোগ করেছেন, এসব দেখেও নিষ্ক্রিয় খোদ প্রধানমন্ত্রী মোদি।

ঠিক কী লেখা হয়েছিল কেদারির সুইসাইড নোটে? চিঠির একটি প্যারায় তিনি লিখেছেন,  ‘আমাদের কাছে টাকা নেই। আবার মহাজনরাও অপেক্ষা করতে প্রস্তুত নয়। আমাদের কী করা উচিৎ? পেঁয়াজ বাজারে নিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। আপনি শুধু নিজের কথা ভাবছেন, মোদি সাহেব। আপনাকে অবশ্যই ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করতে হবে।ঋণদানকারী সংস্থার অর্থের লোকেরা আমাদের হুমকি দেয়। সমবায় সংস্থার কর্মকর্তারা গালিগালাজ করে। সুবিচার পেতে কার কাছে যাব?…তোমার নিষ্ক্রিয়তায় আজ আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। অনুগ্রহ করে আমাদের ফসলের দাম দিন, যা আমাদের অধিকার।’

spot_img

Related articles

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রাখে হরি… থুড়ি স্বামী, মারে কে? সুন্দরবনে বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচানোর ‘গল্প’

রোজ রোজ পণের বা সন্দেহের বশে যেখানে স্বামীর অত্যাচারের শিকার বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তের গৃহবধূরা, সেখানে স্ত্রীর...