Saturday, December 6, 2025

পুজোর মুখে স্বস্তি: বৃহস্পতিবারই টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ আড়াই বছরের প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবারই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিকেল ৪টেয় নবনির্মিত এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন (Inauguration) করবেন। তবে নির্মাণ কাজ শেষ হলেও টালা ব্রিজের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছিল। পুজোর আগেই এই ব্রিজের উদ্বোধন করা হবে বলে প্রশাসনের তরফে সবুজ সংকেত মিলেছিল। অবশেষে মহালয়ার আগেই সাধারণ মানুষের জন্য খুলে যেতে চলেছে কলকাতা শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।

বৃহস্পতিবার এই সেতুর উদ্বোধন হলেও এই সেতুতে ভারী যান চলাচলে (Heavy Vehicle) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র দুই বা চার চাকার গাড়ি চলার জন্য প্রথমে অনুমতি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে মাসখানের মধ্যেই টালা ব্রিজে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে নব নির্মিত টালা ব্রিজ কতটা নিরাপদ তা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) ও রেলের বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। মূলত এই ব্রিজ ঠিক কতটা ভারবহন (Weight Capacity) করতে সক্ষম সে বিষয়ে বিশদে খতিয়ে দেখে চলতি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট (Report) ইতিমধ্যে নবান্নে (Nabanna) জমা পড়েছে বলে খবর।

২০২০ সালের জানুয়ারি মাসে ১০৯ বছরের পুরনো এই সেতু ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তারপরই ২০২০ সালের জানুয়ারি মাসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নতুন করে নির্মাণ করার পর বৃহস্পতিবার খুলতে চলেছে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...