Wednesday, November 12, 2025

মোহনবাগানকে রেখেই সূচি, ২৫ সেপ্টেম্বর লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর

Date:

Share post:

অবশেষে প্রকাশিত হল প্রিমিয়ার ‘এ’-র সুপার সিক্স রাউন্ডের ম্যাচ সূচি। অনেক টালবাহানার পর কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’-র সুপার সিক্স রাউন্ডের ম্যাচ শুরু হতে চলেছে। বুধবার রাতে সূচি প্রকাশ করল আইএফএ। এটিকে মোহনবাগানকে রেখেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্সের ক্রীড়াসূচি প্রকাশ করল আইএফএ। তবে পুজোর আগে তিন প্রধানের ঘেরা মাঠে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ছ’টি ম্যাচ হবে ময়দান থেকে দূরে নৈহাটি এবং কল্যাণী স্টেডিয়ামে। পুজোর আগে তিন প্রধানের দু’টি করে ম্যাচ দেওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গল ও খিদিরপুরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার সিক্স পর্ব। খেলা হবে নৈহাটি স্টেডিয়ামে। একই দিনে কল্যাণীতে মহামেডান স্পোর্টিং খেলবে এরিয়ানের বিরুদ্ধে।

সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে খেলার কথা মোহনবাগানের। ২৯ সেপ্টেম্বর একই মাঠে মোহনবাগানের ম্যাচ দেওয়া হয়েছে খিদিরপুরের বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-এরিয়ান নৈহাটিতে এবং ওই একই দিনে ভবানীপুর-মহামেডান ম্যাচ দেওয়া হয়েছে কল্যাণীতে। ২ নভেম্বর পর্যন্ত সূচি তৈরি করে তিন প্রধান-সহ ছ’টি ক্লাবকে পাঠানো হয়েছে। কিন্তু মোহনবাগান ক্লাব সূত্রে খবর, নিজেদের মাঠ ছাড়া জেলায় গিয়ে ম্যাচ খেলবে না তারা। পাশাপাশি ভবানীপুর এদিন আইএফএ-কে চিঠি দিয়ে সুপার সিক্সে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে।

এদিকে ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডানের তরফে ইতিমধ্যেই কলকাতা লিগে খেলার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:আইএসএলে ডোপ কেলেঙ্কারি, দু’বছরের জন্য নির্বাসিত বাগানের প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহতা

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...