মোহনবাগানকে রেখেই সূচি, ২৫ সেপ্টেম্বর লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর

সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে খেলার কথা মোহনবাগানের। ২৯ সেপ্টেম্বর একই মাঠে মোহনবাগানের ম্যাচ দেওয়া হয়েছে খিদিরপুরের বিরুদ্ধে।

অবশেষে প্রকাশিত হল প্রিমিয়ার ‘এ’-র সুপার সিক্স রাউন্ডের ম্যাচ সূচি। অনেক টালবাহানার পর কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’-র সুপার সিক্স রাউন্ডের ম্যাচ শুরু হতে চলেছে। বুধবার রাতে সূচি প্রকাশ করল আইএফএ। এটিকে মোহনবাগানকে রেখেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্সের ক্রীড়াসূচি প্রকাশ করল আইএফএ। তবে পুজোর আগে তিন প্রধানের ঘেরা মাঠে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ছ’টি ম্যাচ হবে ময়দান থেকে দূরে নৈহাটি এবং কল্যাণী স্টেডিয়ামে। পুজোর আগে তিন প্রধানের দু’টি করে ম্যাচ দেওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গল ও খিদিরপুরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার সিক্স পর্ব। খেলা হবে নৈহাটি স্টেডিয়ামে। একই দিনে কল্যাণীতে মহামেডান স্পোর্টিং খেলবে এরিয়ানের বিরুদ্ধে।

সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে খেলার কথা মোহনবাগানের। ২৯ সেপ্টেম্বর একই মাঠে মোহনবাগানের ম্যাচ দেওয়া হয়েছে খিদিরপুরের বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-এরিয়ান নৈহাটিতে এবং ওই একই দিনে ভবানীপুর-মহামেডান ম্যাচ দেওয়া হয়েছে কল্যাণীতে। ২ নভেম্বর পর্যন্ত সূচি তৈরি করে তিন প্রধান-সহ ছ’টি ক্লাবকে পাঠানো হয়েছে। কিন্তু মোহনবাগান ক্লাব সূত্রে খবর, নিজেদের মাঠ ছাড়া জেলায় গিয়ে ম্যাচ খেলবে না তারা। পাশাপাশি ভবানীপুর এদিন আইএফএ-কে চিঠি দিয়ে সুপার সিক্সে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে।

এদিকে ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডানের তরফে ইতিমধ্যেই কলকাতা লিগে খেলার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:আইএসএলে ডোপ কেলেঙ্কারি, দু’বছরের জন্য নির্বাসিত বাগানের প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহতা

Previous articleপুজোর আগেই জোড়া শত্রু রাজ্যে, ডেঙ্গি- করোনার বাড়বাড়ন্তে চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা
Next articleরাস্তা বন্ধ না হয়: শ্রীভূমি স্পোটিং-এ পুজো উদ্বোধনে গিয়ে সুজিতকে ‘সতর্ক’ করলেন মুখ্যমন্ত্রী