Saturday, November 22, 2025

পুজোয় জনসংযোগ বাড়াতে মিঠুনকেই হাতিয়ার করছে বঙ্গ বিজেপি

Date:

Share post:

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফে দুর্গাপুজোকে জনসংযোগের হাতিয়ার করার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক পুজোয় বিশেষ জনসংযোগ কর্মসূচির  রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে বঙ্গ বিজেপি। আর এই কর্মসূচির ‘মুখ’ হিসেবে বিজেপি তুলে ধরতে চাইছে মিঠুন চক্রবর্তীকে।  রাজ্যে একাধিক প্রাকপুজো কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি। উৎসবের মরশুমে জনসংযোগের লক্ষ্যে তাই মিঠুন চক্রবর্তীকে সামনে এনে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে বাংলার গেরুয়া শিবির।

আরও পড়ুন:থাকার জায়গা পাচ্ছেন না মিঠুন, পুজো উদ্বোধন নিয়ে অনিশ্চয়তা

শুক্রবারই কলকাতায় পা রেখেছেন মিঠুন।তখনই বলেছিলেন, রাজ্যের জেলাগুলিতে দলের হয়ে কাজ করবেন তিনি। সেইমত রবিবার সকালেই বালুরঘাটে দুর্গোৎসব উপলক্ষে বিজেপির কর্মসূচিতে বিজপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা গেল তাঁকে।

মিঠুন চক্রবর্তীকে সামনে রেখেই আজ থেকে প্রাক পুজো সম্মেলন রয়েছে বঙ্গ বিজেপির। এদিন সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুজো হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নিউটাউন ক্লাব দুর্গোৎসবের উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। এরপর মালদার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে পৌঁছে সোজা তিনি চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেদিন আর তাঁর কোনও কর্মসূচি নেই। পরের দিন সকালে মঙ্গলবার, মিঠুন চক্রবর্তীর প্রাক পুজো সম্মেলনে হুগলি জেলার আরামবাগে যোগ দেওয়ার কথা । সেখানেও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক ও পুজোর শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর। সেদিনই সন্ধ্যায় ফের কলকাতায় ফেরা। এছাড়াও পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই দুই জেলাতেও দলের বিশেষ জনসংযোগ কর্মসূচিতে যোগ দেবেন মিঠুন।

spot_img

Related articles

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮...

চক্রব্যূহে ফাঁসলে বেরোনো খুব কঠিন: নীরবতা ভেঙে কাকে নিশানা ধনকড়ের!

“ঈশ্বর করুন, যেন কেউ চক্রব্যূহে না পড়ে। চক্রব্যূহে কেউ ফাঁসলে বেরোনো খুব কঠিন“- উপরাষ্ট্রপতি পদে ইস্তাফা দেওয়ার দীর্ঘদিন...

আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের (earthquake) জেরে আফটার শকের...