এসএসসি ‘নম্বর বদল’ মামলায় ফরেনসিক রিপোর্ট পেশ সিবিআইয়ের

এতদিন শুধু অভিযোগ ছিল যে, নম্বর বদলানো হয়েছে। এবার সেই সংক্রান্ত তথ্য প্রমাণ দিয়ে ফরেনসিক রিপোর্ট আদালতে পেশ করেছে তদন্তকারী সংস্থা।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়ে চারটি রিপোর্ট পেশ করল সিবিআই (CBI)। বুধবার সেই রিপোর্ট পেশের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এতদিন শুধু অভিযোগ ছিল যে, নম্বর বদলানো হয়েছে। এবার সেই সংক্রান্ত তথ্য প্রমাণ দিয়ে ফরেনসিক রিপোর্ট আদালতে পেশ করেছে তদন্তকারী সংস্থা।

রিপোর্টে বলা হয়েছে, ‘হার্ড ডিস্কে থাকা উত্তরপত্র ও SSC সার্ভারে থাকা উত্তরপত্রের নম্বর মিলছে না। হার্ডডিস্কে দেখা গিয়েছে কেউ ‘০’ বা ‘১’ নম্বর পেয়েছেন, কিন্তু এসএসসি সার্ভারে থাকা উত্তরপত্রে তাঁদের প্রাপ্ত নম্বর ‘৫০’ কিংবা ‘৫৭’।
রিপোর্টে আরও বলা হয়েছে যে গ্রুপ সি-তে ৩ হাজার ৪৮১ জনের নম্বর এবং গ্রুপ ডি-তে ২ হাজার ৮২৩ জনের নম্বর বদল করা হয়েছে। এই সংক্রান্ত ৩টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে’।

Previous articleEntertainment: কলকাতায় ‘ভালোবাসার সুরে ঠিকানা’ খুঁজে নিলেন কুমারশানুর ছেলে জান
Next article৬ জনকে খু*ন করে ৩১ বছর ফেরার, অবশেষে গ্রেফতার সন্ন্যাসীর ভেক-ধারি খু*নি