Wednesday, May 7, 2025

এক দুটো নয় একেবারে দুডজন বিয়ে। শেষমেশ প্রতারণার অপরাধে গ্রেফতার যুবক। ইতিমধ্যেই তার একাধিক সিম কার্ড ও ভুয়ো নথি ও কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃত ব্যক্তির নাম আশাবুল মোল্লা।

আরও পড়ুন: ৫৩ বিয়ে করলেও মেলেনি শান্তি! বড় একা সৌদির ‘বহুবিবাহের রাজা’
পুলিশ সূত্রের খবর , জেরার পর জানা গেছে আশাবুলের আসল বাড়ি বারাসত থানা এলাকার কাজিপাড়ায়। তাঁর বয়স ২৮ বছর। প্রেমের টোপ দিয়ে মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করার পর নববধূর গয়না-টাকা নিয়ে চম্পট দিতেন আশাবুল। সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘির প্রতারিত এক যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে শুরু হয় তদন্ত ।কিন্তু কোনও এলাকাতেই বেশি দিন থাকতেন না বছর আঠাশের ওই যুবক। এছাড়াও ভুয়ো পরিচয়পত্র ও একাধিক সিম কার্ড ব্যবহার করায় তাঁকে গ্রেফতার করতে নাস্তানাবুদ হতে হয় পুলিশকে। শেষমেশ উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সাগরদিঘি থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২৪ জন মহিলাকে ইতিমধ্যেই বিয়েও করেছেন ধৃত আশাবুল। বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করা হলে তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


জানা গেছে, কখনও বারাসাত, কখনও মুর্শিদাবাদে গিয়ে বিভিন্নভাবে সহানুভূতি আদালত করতেন আশাবুল। এরপর যুবতীদের প্রেমের জালে ফাঁসিয়্ বেশ কিছুদিন ঘর সংসার করার পর আচমকাই হয়না নিয়ে চম্পট দিতেন রাতারাতি। এভাবেই এক এক করে প্রায় ২৪টি বিয়ে করে ছিলেন বছর ২৮ এর আশাবুল। তবে মুর্শিদাবাদের সাগরদিঘির প্রতারিত এক যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে আশাবুলের খোঁজ কিছুতেই মিলছিল না। পরে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে আশাবুলের এই কুকীর্তির কথা ঘুণাক্ষরেও জানতেন না তাঁর প্রতিবেশীরা।পুলিশ তাঁর বাড়িতে পৌঁছতেই বিষয়টি জানাজানি হয়।

Related articles

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...
Exit mobile version