উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েই রাজনৈতিক সংস্পর্শ ত্যাগ করলেন ওম প্রকাশ মিশ্র

জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যকে(Subiresh Bhattacharya) সরিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের(Uttarbanga University) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র(Om Prakash Mishra)। নিজে তৃণমূল নেতা হওয়ায় স্বাভাবিকভাবেই বিরোধীদের তরফ থেকে শুরু হয়েছে সমালোচনা। আর এই সমালোচনার মুখ বন্ধ করতে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ওম প্রকাশ মিশ্র। দায়িত্বে আশার ১৫ মিনিট আগে আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়ে দিলেন যে তিনি রাজনীতির সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন।

বৃহস্পতিবার উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করেই ২ ও ৪ সেমেস্টার এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ৩৭টি পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করার জন্য ছাড়পত্র দিয়েছেন ও। প্রাক্তন অপসারিত উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেপ্তারির পর থেকে ওই সকল পরীক্ষার ফলাফল প্রকাশিত করা যাচ্ছিল না। এদিন দায়িত্ব নিয়ে সেই সমস্যার সমাধান করলেন তিনি। পাশাপাশি উপাচার্য বলেন, “আমি ৪৩ বছর ধরে রাজনীতি করে চলেছি। তবে এদিন উপাচার্যের পদে বসার পর আমি রাজনৈতিক সংস্পর্শ ত্যাগ করলাম। এখন থেকে আমার কাজ হবে এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া।”

Previous articleপঞ্চমীর দিন পেট্রোল-ডিজেলের দাম কত?
Next articleKolkata Metro : পুজোয় কোটি টাকা রোজগার ! রেকর্ড গড়ল কলকাতা মেট্রো