Thursday, January 22, 2026

মিলে গেল আবহাওয়ার পূর্বাভাস, দুর্গার বোধনেই তিলোত্তমায় উৎসবের তাল কাটল বৃষ্টি

Date:

Share post:

আশঙ্কা সত্যি করে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তিলোত্তমার বুকে দুর্গার বোধনেই উৎসবের তাল কাটল তুমুল বৃষ্টি। পুজো ভাসাবে বৃষ্টি, মন খারাপ করার মতো হলেও রূঢ় বাস্তবকে মেনে নিয়ে শুরু থেকেই হাওয়া অফিসের পূর্বাভাস ছিল এমনটাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মূল দিনগুলিতে পিছু ছাড়বে না বৃষ্টি। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা ও কলকাতায় বরুণ দেব করুণ পরিণতি তৈরি করবেন। তাই মহালয়ার পর থেকেই বাঙালি ছিল উৎসবমুখর। দিন হোক, রাত কিংবা ভোর, ভিড় , মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। সপ্তমী টু নবমী ঘূর্ণাবর্ত-এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি। তাই ষষ্ঠীর সন্ধেয় মণ্ডপে মণ্ডপে তখন উপচে পড়া ভিড় শুরু। কিন্তু তখনই বৃষ্টি নামল কলকাতায়। রীতিমতো মুষলধারায় বৃষ্টি হল শহরে। বাদ গেল না হাওড়া ও সল্টলেকও।

করোনা মহামারি আবহে গত দু’বছর বিধিনিষেধের জেরে কার্যত বন্দিদশাতেই পুজো কাটাতে হয়েছে কলকাতা তথা রাজ্যবাসীকে। তবে অতিমারি কাটিয়ে এবছর সেই চেনাছন্দে পুজোর বাংলা। উৎসবের আনন্দে মেতে ওঠেছে আট থেকে আশি। কিন্তু কলকাতা, সল্টলেক, নিউটাউন ও হাওড়ায় ঠাকুর দেখতে বেরিয়ে প্রবল বৃষ্টির জেরে মণ্ডপেই আটকে পড়লেন দর্শনার্থীরা। তখন সকলের চোখেমুখে হতাশার বহিঃপ্রকাশ।

বোধনেই শুরু বৃষ্টি। তবে আশঙ্কা শেষ এখানেই নয়। পুজোর বাকি দিনগুলিতেও বৃ্ষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের রূপও নিতে পারে। যার প্রভাবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত টানা প্রবল বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন- বিশ্ববাংলা শারদ সম্মান: প্রথম পুরস্কার পেল ফিরহাদ হাকিমের পুজো তথা চেতলা অগ্রণী

spot_img

Related articles

ফের যোগীরাজ্য অনার কিলিং! বোন-সহ প্রেমিককে খুন করে কবর দিল দাদারা

ফের যোগীরাজ্যে সম্মানরক্ষার্থে জোড়া খুনের (Honor Killing) অভিযোগ! বোন ভিন্ন জাতে প্রেম করাতে মেনে নিতে পারেনি তিন দাদা।...

TMC-BJP মিছিল ঘিরে উত্তেজনা বলাগড়ে, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

দুই দলের (TMC-BJP) মিছিলের মধ্যে সংঘর্ষে উত্তেজনা হুগলির (Hooghly) বলাগড়ে (Balagarh)। অভিযোগ, বিজেপির (BJP) মিছিলের সময়ে সেই জায়গায়...

কাশ্মীরে খাদে সেনার গাড়ি, নিহত ১০, আহত ১০

জম্মু ও কাশ্মীরের ডোডায়(J&K's Dodand) গাড়ি খাদে পড়ে নিহত ১০ সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত প্রায় ১০...

সময় বেঁধে সরস্বতীপুজো-শুক্রবারের নমাজ: ভোজশালায় শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ শীর্ষ আদালতের

একই দিনে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতীপুজো (Sarsawti Pujo) এবং জুম্মাবারের নমাজ। মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা-কামাল মৌলা মসজিদ চত্বরে ধর্মীয়...