ভয়াবহ দুর্ঘটনা, কানপুরে পুকুরে ট্র্যাক্টর উল্টে মৃ*ত ২৫ তীর্থযাত্রী

মর্মান্তিক! কানপুরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। পুকুরে ট্র্যাক্টর পড়ে মৃ*ত্যু হল ২৫ তীর্থযাত্রীর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৪ জনেরও বেশি ৷

সূত্রের খবর, ট্র্যাক্টরটি ৫০ জন আরোহী নিয়ে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। সেই সময় কানপুরের ঘটামপুর এলাকায় ট্র্যাক্টরের ট্রলি উল্টে একটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন তীর্থযাত্রীর মৃ*ত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃ*তদের সকলেই মহিলা ও শিশু।

দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। দুর্ঘটনার মৃতের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনার কথা শুনে মর্মাহত ৷ যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা ৷ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ স্থানীয় প্রশাসন দুর্গতদের সাহায্য়ার্থে সদা সতর্ক রয়েছে ৷”

আরও পড়ুন- ‘চাকদহ এক্সপ্রেস’-এর হাত ধরে জমজমাট উদ্বোধন গিরীশ পার্ক ‘তরুণ সঙ্ঘের’


Previous article‘চাকদহ এক্সপ্রেস’-এর হাত ধরে জমজমাট উদ্বোধন গিরীশ পার্ক ‘তরুণ সঙ্ঘের’
Next articleআজ মহা সপ্তমী, উৎপল সিনহার কলম