Thursday, August 28, 2025

বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা কলকাতাতেই, একক দক্ষতায় প্রশংসিত শিল্পী মানিক

Date:

কয়েক বছর আগেই বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল দেশপ্রিয় পার্ক। এবার বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা (Smallest Durga) নিয়ে হাজির আদি দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতি। পুজো মানেই এক অন্যরকম নস্ট্যালজিয়া। মণ্ডপ থেকে প্রতিমা, সেরা পরিবেশ, সেরা আলোকসজ্জা একাধিক বিষয়ে একে অপরকে টেক্কা দেওয়ার পালা চলে। সমস্ত পুজো উদ্যোক্তারাই চান কীভাবে অন্যদের থেকে একটু হলেও নিজেদের উপস্থাপিত করা যায়। চলতি বছরে ছোট প্রতিমা গড়ে তাক লাগাল দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপ। ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গার স্বীকৃতি অর্জন করেছে দক্ষিণ কলকাতার এই প্রতিমা।

নদীয়ার শিল্পী মানিক দেবনাথ (Manik Debnath) প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বিষয়টি সামনে আসার পরই দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতির পুজোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মাত্র আধ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমার সঙ্গে রয়েছে ছোট্ট লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। প্রত্যেক দেবদেবীর বাহনেও রয়েছে অতি নিখুঁত হস্তশিল্প (Handcraft)। দেবী মূর্তির অধিকাংশ জুড়ে রয়েছে রং ও আঠা। বিশ্বের সবচেয়ে ছোট এই দুর্গা প্রতিমার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভার্চুয়াল মাধ্যমে প্রতিমা দর্শন করে শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রায় আড়াই দশক ধরে মানিক মিনিয়েচার (Miniature) ধর্মী কাজের যুক্ত শিল্পী মানিক। এর আগে মুসুর ডালের ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতি হোক কিংবা হাফ মিলিমিটার মাপের জাতীয় পতাকার ত্রিমাত্রিক অবয়বের মতো হরেক শিল্প প্রাণ পেয়েছে মানিকের নিপুণ হাতের ছোঁয়ায়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukhopadhyay) কাছে প্রশংসিত হওয়ার পরও এতদিন তিনি লোকচক্ষুর আড়ালেই থেকেছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসেন রাশিয়ান সেন্টারে আয়োজিত একটি প্রদর্শনীতে। তারপর বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা গড়ে তাক লাগালেন মানিক।

আরও পড়ুন:শাহি র‍্যালির আগেই রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version