অনুব্রতর মামলায় চার্জশিট জমা সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার আসানসোল আদালতে  ৫৭ দিনের মাথায় ৩৫ পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে।

আরও পড়ুন:গরু পাচারকাণ্ডে ধৃত সায়গলকে ফের জেল হেফাজতের নির্দেশ, জেলেই ইডির মুখোমুখি হবে অনুব্রত ঘনিষ্ঠ

এই চার্জশিটে অনুব্রতর সম্পত্তির ৫৩টি দলিল, ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্যের উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও অনুব্রতর নামে পাওয়া একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের কথাও রয়েছে এই চার্জশিটে।

এদিকে, গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে আজ আসানসোল সংশোধনাগারে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। জানা গেছে, সায়গলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে এসেছেন ইডির আধিকারিকরা।ইডি সূত্রে খবর, কয়লা ও গরু পাচার মামলায় তাদের করা ইসিআইআর-এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি ও তথ্য। কয়লা পাচারে ইডির অভিযোগনামা ECIR HIU/17/2020। গরু পাচারে অভিযোগনামা KLZO/41/2020।এই দুই অভিযোগনামার সঙ্গে রাজ্য পুলিশের থেকে নেওয়া সমস্ত নথি যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

Previous articleপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি
Next articleযাত্রী পরিষেবার লেটার মার্কস নিয়ে এবার পুজোয় রেকর্ড আয় মেট্রোর