Wednesday, May 7, 2025

দীপাবলির আগে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা, দাম বাড়ল সিএনজি-পিএনজির

Date:

Share post:

রেহাই নেই! মোদি সরকারের দৌলতে উৎসবের মরশুমে আবারও মূল্যস্ফীতির ধাক্কা খেতে হল সাধারণ মানুষকে। শনিবার রাজধানীতে সিএনজি(CNG) ও পিএনজির দাম বাড়ল ৩ টাকা। কেন্দ্রীয় সরকার ১ অক্টোবর থেকে প্রাকৃতিক গ্যাসের দাম ৪০ শতাংশ বাড়ানোর পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত চার মাসে প্রথমবারের মতো বাড়ানো হয়েছে সিএনজির দাম, আর গত দুই মাসে প্রথমবারের মতো বাড়ানো হয়েছে পিএনজি’র(PNG) (পাইপ এর দ্বারা সরবরাহ করা রান্নার গ্যাস) দাম।

ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এর (আইজিএল) ওয়েবসাইটের তথ্য অনুসারে, দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৭৫.৬১ টাকা থেকে বেড়ে ৭৮.৬১ টাকা বেড়েছে। একই সময়ে, পিএনজি-এর দাম এখন জাতীয় রাজধানীতে প্রতি ঘন মিটার (স্ট্যান্ডার্ড কিউবিক মিটার) ৫০.৫৯ টাকা থেকে বেড়ে ৫৩.৫৯ টাকা হয়েছে। ৭ মার্চ, ২০২২ থেকে, দিল্লিতে সিএনজির দাম ১৪ বার প্রতি কেজিতে ২২.৬০ টাকা বেড়েছে। গত ২১ মে সিএনজির দাম কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল। তথ্য অনুসারে, ২০২১ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত, দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৩৫.২১ টাকা (প্রায় ৮০ শতাংশ) বেড়েছে।একই সময়ে, পিএনজি-র দাম আগস্ট ২০২১ থেকে এখন পর্যন্ত দশ গুণ বাড়ানো হয়েছে। আইজিএল জানিয়েছে যে, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের পাশাপাশি উত্তর প্রদেশের কানপুর এবং রাজস্থানের আজমিরের মতো অন্যান্য শহরগুলিতে সিএনজি এবং পিএনজির দাম বাড়ানো হয়েছে।

নিয়মিত মূল্যবৃদ্ধির ধাক্কায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পেট্রোল, ডিজেল, এলপিজির দাম ইতিমধ্যেই সাধারণ মানুষের পকেটে চাপ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে এখন উৎসবের মরশুমে সিএনজির দামও বাড়ানো হলো। কিছু দিন আগে পেট্রোলিয়াম মন্ত্রক প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর পরেই দেশের বিভিন্ন শহরে সিএনজির দামও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। প্রাকৃতিক গ্যাস যখন ব্যয়বহুল, তখন সিএনজি প্রস্তুতকারক কোম্পানিগুলো দাম বাড়াতে চাপে পড়ে। প্রথমত, মুম্বই মহানগর গ্যাস লিমিটেড দুদিন আগে দাম বাড়িয়েছিল। এবং এখন দিল্লি, দিল্লি ও সংলগ্ন রাজধানী অঞ্চলের পাশাপাশি পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থানে সিএনজি পাওয়া যায় এমন শহরগুলিতে দাম বাড়ানো হলো।

spot_img

Related articles

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...