নীতীশের বিহারে নেশাগ্রস্ত অবস্থায় ধরা পড়লে ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা আবগারি দফতরের

বহুদিন ধরেই বিহারে নিষিদ্ধ মদ। তবুও আড়ালেই রমরমিয়ে চলছে মাদক বিক্রি। সাধারণ মানুষদের জন্য তো বটেই ভিআইপিদের জন্যও এই নেশার জিনিস বিক্রি চলে রমরমিয়ে। তবে জনসমক্ষে ধরা পড়লে ভিআইপিদের জন্য রয়েছে এলাহি ব্যবস্থা। আর এই বিশেষ ব্যবস্থা করেছে বিহারের আবগারি দফতরই।

আরও পড়ুন:‘তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী’: নীতীশের মন্তব্যে তুঙ্গে জল্পনা, JDU সুপ্রিমোকে আশ্রমে যাওয়ার দাওয়াই বিজেপির

বিহারের আবগারি সুপারিন্টেন্ডেট এসকে চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারী কর্মী, জন প্রতিনিধি এবং সমাজের উচ্চবিত্তরা ,যাঁরা মাদকাসক্ত অবস্থায় ধ্রা পড়বেন, তাঁদের রাখার জন্য এই ভিআইপি সেল তৈরি করা হয়েছে। এইসব ব্যক্তিদের নিরাপত্তার জন্য সমস্তিপুরের আবগারি দফতরে  দুটি বিছানা, সোফা, টেবিল এবং প্রশিক্ষিত কুকুরেরও বন্দোবস্ত করা হয়েছে বলে জানান তিনি।

তবে যে রাজ্যে মদ নিষিদ্ধ, সেখানে সাধারণ মানুষের সঙ্গে ভিআইপিদের বৈষম্যে কোথায়? কেনই বা হবে? মদ খেয়ে ধরা পড়লে উভয়েই সমান দোষী।তাই ভিআইপি-দের জন্য করা এই বিশেষ ব্যবস্থার তথ্য প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা।

Previous articleআজ মোহনবাগানের সামনে চেন্নাইয়ান এফসি
Next articleবাবা বালাসাহেব ঠাকরের নামই ভরসা, উদ্ধবের নতুন প্রতীক ত্রিশূল-সূর্য-মশাল