আজ মোহনবাগানের সামনে চেন্নাইয়ান এফসি

রয় কৃষ্ণার বিকল্প স্ট্রাইকার হিসেবে চলতি মরশুমে অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রিওস পেত্রাতোসকে সই করিয়েছে এটিকে মোহনবাগান।

সোমবার ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। ম‍্যাচে প্রথম প্রতিপক্ষ দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি। জয় তুলতে মরিয়া বাগান ব্রিগেড।

রয় কৃষ্ণার বিকল্প স্ট্রাইকার হিসেবে চলতি মরশুমে অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রিওস পেত্রাতোসকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। আইএসএলে মোহনবাগানের সাফল্য অনেকটাই নির্ভর করবে দিমিত্রির গোল করার দক্ষতার উপর। গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে ডুরান্ড কাপ, এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে ব্যর্থ হয়েছে দল। এই অবস্থায় সোমবার ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছে জুয়ান ফেরান্দোর দল। প্রথম প্রতিপক্ষ দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি। সবুজ-মেরুন জার্সি গায়ে যুবভারতীতে অভিষেকের অপেক্ষায় দিমিত্রি। প্রতি ম্যাচে গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। গোলের খরা কাটানোর চ্যালেঞ্জ নিতে হবে দিমিত্রিকে। চাপ নিতে কি পারবেন তিনি? অকপট জবাব অস্ট্রেলীয় বিশ্বকাপারের।

দিমিত্রি বললেন, ‘‘চ্যালেঞ্জ নিতে ভালবাসি। চাপ নেওয়াটা আমি উপভোগ করি। আমার কাজ গোল করা এবং প্রয়োজনে গোলের পাস বাড়িয়ে দলকে সাহায্য করা। সমর্থকদের বলব, আপনারা মাঠে আসুন। আমাদের সমর্থন করুন। মাঠে আমরা সেরাটা দিয়ে দলের জন্য তিন পয়েন্ট আনার চেষ্টা করব।’’

ভরা যুবভারতীতে নামার জন্য তর সইছে না অস্ট্রেলীয় স্ট্রাইকারের। দিমিত্রি বলেন, ‘‘সমর্থকরাই দলের দ্বাদশ ব্যক্তি। ওঁদের সমর্থন চাই। আমরা প্র্যাকটিসে অনেক পরিশ্রম করেছি। সতীর্থরা কে, কীভাবে খেলে তা বুঝে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছি।’’

বিশ্বকাপ খেলেও কেন ভারতের ক্লাবে খেলার সিদ্ধান্ত নিলেন? ২৯ বছরের ফুটবলারের কথায়, ‘‘মোহনবাগান বড় ক্লাব। এই ক্লাবের ইতিহাস আছে। এমন একটা দলের অংশ হওয়ার জন্যই এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleশশী থারুরের মনোনয়ন প্রত্যাহার করাতে ব্যর্থ গান্ধী পরিবার, কংগ্রেসের সভাপতি পদে ভোট ১৭ই
Next articleনীতীশের বিহারে নেশাগ্রস্ত অবস্থায় ধরা পড়লে ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা আবগারি দফতরের