Dengue Update: বাড়ছে ডেঙ্গি, জোর কদমে পুরসভার সাফাই অভিযান

দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে সরকারিভাবে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন। ২৩ নম্বর ওয়ার্ড,যোগীপাড়া, ৪ নম্বর বাপুজি কলোনি-সহ একাধিক এলাকায় অভিযান চলে।

ডেঙ্গি (Dengue) দমনে ফের কড়া হচ্ছে প্রশাসন। কলকাতা (Kolkata) এবং পার্শ্ববর্তী জেলায় বাড়ছে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগ। পুরসভার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ দমদমের (South Dumdum) বিস্তীর্ণ এলাকা। এবার পরিত্যক্ত ও অসুরক্ষিত বাড়ির তালা ভেঙে অভিযান চালালেন পুরসভার (Municipal Corporation)কর্মীরা।

দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে সরকারিভাবে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন। ২৩ নম্বর ওয়ার্ড,যোগীপাড়া, ৪ নম্বর বাপুজি কলোনি-সহ একাধিক এলাকায় অভিযান চলে। তালা বন্ধ অবস্থায় পড়ে থাকা পাঁচটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান পুরসভার কর্মীরা। পুজোর আগে থেকেই ডেঙ্গি নিয়ে সতর্ক করেছিল প্রশাসন। ডেঙ্গির নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই গবেষণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বারবার করে সচেতনতামূলক প্রচার চালান হচ্ছে পুরসভার তরফ থেকে।

Previous articleলাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ, জারি হলুদ সংকেত, দুর্ভোগে পর্যটকরা
Next articleপুরুলিয়ায় সারি সারি গবাদি পশু বোঝাই গাড়ি আটক, পাচারের অভিযোগে গ্রফতার ৫০