ফের ধাক্কা খেল দেশের শেয়ারবাজার, ২০০ ৯৫৩ পয়েন্ট নামল সেনসেক্স

যুদ্ধ পরিস্থিতিতে লাগাতার রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। আন্তর্জাতিক বাজারে পতনের প্রভাব এসে পড়ল দেশের শেয়ারবাজারে। সোমবার বাজার খোলার পর কার্যত ধ্বস নামল দালাল স্ট্রীটে। এদিন ২০০ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৭৩ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২০০.১৮ পয়েন্ট বা -০.৩৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৯৯১.১১। এনএসই নিফটি (NSE Nifty) -৭৩.৬৫ পয়েন্ট বা -০.৪৩ শতাংশ নেমে হয়েছে ১৭,২৪১.০০।

Previous articleআইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন হরমনপ্রীত কৌর
Next articleব্যাঙ্ক ও আর্থিক সংকট নিয়ে গবেষণা ! অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন